বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে সাধারণের সুবিধার্থে ২০ টাকা প্রতি কেজি দরে আলু বিক্রির উদ্যোগ নিয়েছে স্টার্ট আপ ফাউন্ডেশন। শুক্রবার বর্ধমান শহরের ৪ নং ওয়ার্ডের ‘খেলা হবে উদ্যান’-এ স্থানীয় কাউন্সিলার নুরুল আলম ও মিলিত প্রয়াসের সহযোগিতায় এই ন্যায্য মূল্যের দোকান খোলা হয়। শুক্রবার বিকাল ৫ টা ১৫ থেকে জন প্রতি ২.৫ কেজি করে আলু বিক্রি করা হয়। প্রথম দিন ২০০ জন মানুষের জন্য ৫০০ কেজি আলুর ব্যবস্থা ছিল। সংস্থার পক্ষে সন্দীপন সরকার জানিয়েছেন, দাম না কমা পর্যন্ত শহরের না না প্রান্তে এই ভ্রাম্যমাণ দোকান চলবে।
অন্যদিকে, বৃহস্পতিবারের পর শুক্রবার সকালেও পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে বর্ধমানের কোর্ট কম্পাউন্ড এলাকার সিধু কানহু পার্কে অস্থায়ীভাবে ভর্তুকি দিয়ে আলু, পিঁয়াজ-সহ কিছু সবজি বিক্রি করা হয়।