গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলা আদালতে আরও ৮ জন সরকারি প্যানেলভুক্ত আইনজীবী নিয়োগ করল রাজ্য। রাজ্যের লিগ্যাল রিমেমব্রান্সার দপ্তর থেকে ৮ জনকে সরকারি প্যানেলভুক্ত আইনজীবী হিসেবে নিয়োগের কথা জানানো হয়েছে। তালিকায় থাকা ৮ আইনজীবী হলেন কুমারজিৎ নায়ক, মৃণালকান্তি মণ্ডল, ত্রিদিবেন্দ্র নারায়ণ বন্দ্যোপাধ্যায়, সৈয়দ মুজতবা আলি, চৌধুরি ওবেইদুল হক, প্রতীপ কুমার দাস, নীলাঞ্জন মণ্ডল ও শরমিষ্ঠা সামন্ত। এছাড়াও পকসো আদালতে Special counsel হিসেবে ৪ জনকে নিয়োগ করা হয়েছে। এতদিন পকসো আদালতে দু’জন স্পেশাল প্রসিকিউটর ছিলেন। যে ৪ জনকে নিযুক্ত করা হয়েছে তাঁরা হলেন শ্যামল কুমার গঙ্গোপাধ্যায়, সুদর্শনা ঘোষ, শরমিষ্ঠা সামন্ত ও নীলাঞ্জন মণ্ডল। এদিকে, এই তালিকা প্রকাশ হতেই আইনজীবী মহলে চর্চা শুরু হয়েছে। প্যানেলে কয়েকজনের ঠাঁই পাওয়া নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। বর্ধমান আদালতের পিপি শ্যামল কুমার গঙ্গোপাধ্যায় বলেন, মামলার প্রচুর চাপ। কয়েকজন প্যানেলভুক্ত সরকারি আইনজীবী অসুস্থতার কারণে আসছেন না। মামলার চাপের কথা মাথায় রেখেই সরকারি আইনজীবীর সংখ্যা বাড়ানো হয়েছে। এনিয়ে কোনও বিতর্ক থাকার কথা নয়। সরকার যাঁদের যোগ্য মনে করেছে, তাঁরাই প্যানেলে ঠাঁই পেয়েছেন।