বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ১৪ থেকে ২০ জুলাই পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হল রাজ্য অরণ্য সপ্তাহ (বনমহোৎসব)। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন অথবা ব্যক্তিগত উদ্যোগে এই সপ্তাহকে নানা ভাবে উদযাপন করা হল। অরণ্য সপ্তাহের শেষ দিন শনিবার এই দিনটিকে বিশেষভাবে উদযাপিত করল বর্ধমানের কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়। স্কুলের প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত জানিয়েছেন, বৃক্ষবন্ধু সোমনাথ গুপ্তের সহায়তায় শিক্ষক অনুপ দত্ত আম, হরতকি, আমলকি, বহেড়া, সবেদা, রাধাচূড়া, তেজপাতা, কাজুবাদাম, মহুয়া এবং চালতা গাছের চারা স্কুলে নিয়ে আসেন। শিক্ষক বাসুদেব মণ্ডল, অচ্যুতানন্দ কুণ্ডু, উত্তম মণ্ডল, শিক্ষিকা সুনীতা সাহা, শিক্ষাকর্মী প্রদীপ বিশ্বাসের তত্ত্বাবধানে বিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে সেগুলি রোপণ করে পঞ্চম শ্রেণীর পড়ুয়া অনুরাধা, অনুষা, নবম শ্রেণীর আসমা, শিবানী, দশম শ্রেণীর প্রণয়, রোহান-সহ অন্যান্যরা। এদিনের এই কর্মসূচী উপলক্ষ্যে শিক্ষক কমল সাহা পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত “মরুবিজয়ের কেতন উড়াও”। ড. সুভাষচন্দ্র দত্ত জানিয়েছেন, স্কুলের এই এলাকা এমনিতেই পত্রপুষ্পশোভিত, বৃক্ষরাজি সমাকীর্ণ। আশা করব এই সমস্ত গাছপালা বিদ্যালয়ের অনন্য নিসর্গকে ছাত্রছাত্রীদের কাছে আরও মনোমুগ্ধকর করে বড় হয়ে উঠবে। তারা পড়াশোনায় আরও মনোনিবেশ করতে পারবে। একএকটি গাছে যে জীবনচক্র চলে তা সকলকে মহত্তর মানবজীবনে অনুপ্রাণিত করবে।