E Purba Bardhaman

তীর্থযাত্রীর সাজে তস্করী, উদ্ধার ২২ টি মোবাইল

Stolen disguised as a pilgrim, 22 mobiles recovered

রায়না (পূর্ব বর্ধমান) :- তারকেশ্বর শ্রাবণী মেলায় তীর্থযাত্রীদের ভিড়ের সুযোগে পর পর মোবাইল চুরি। আর চোরাই মোবাইল নিয়ে পুলিশের চোখে ধুলো দিতে তীর্থযাত্রী বোঝাই বাসে তীর্থযাত্রীর বেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা হল না। পুলিশের তৎপরতায় ধৃত তস্কর, তল্লাশিতে উদ্ধার ২২ টি মোবাইল। ধৃতের নাম ললক্ষন ভট্ট। বাড়ি পশ্চিম বর্ধমানের বারাবণীতে।
পুলিশসূত্রে জানা গেছে, সোমবার তারকেশ্বর শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের প্রচুর ভিড় হয়। এই ভিড়ের সুযোগেই লক্ষণ ভট্ট একাধিক মোবাইল চুরি করে পুলিশের চোখে ধুলো দিতে রাজগিরগামী পুণ্যার্থী বোঝাই একটি বাসে করে আসানসোল অভিমুখে রওনা দিয়েছে। গোপনসূত্রে এই খবর পেয়ে রায়নার জামুই ঢালে বাসটিকে আটকায় রায়না থানার পুলিশ। এরপরই লক্ষ্মণ ভট্ট-কে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় ২২ টি মোবাইল, যার কোনো নথি সে দেখাতে পারেনি। পরে জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করে লক্ষ্মণ। এরপরই তাকে গ্রেপ্তার করে রায়না থানার পুলিশ। ধৃতকে মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছে সে আরও একজনকে সঙ্গে নিয়ে তারকেশ্বর শ্রাবণী মেলার বিশাল সমাবেশে ভিড়ের সুযোগ নিয়ে তীর্থযাত্রীদের কাছ থেকে মোবাইল ফোনগুলি চুরি করেছে।

Exit mobile version