বর্ধমান (পূর্ব বর্ধমান) :- জানুয়ারী মাসে অর্থ বরাদ্দ হলেও কেন মার্চ মাসের মধ্যেও ইউটিলাইজেশন সার্টিফিকেট পৌঁছালো না – কৈফিয়ত তলব করলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আবু আয়েশ মণ্ডল। বুধবার বর্ধমান জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে এসে জেলার বেশ কয়েকটি ব্লকে ইদগাহের প্রাচীর দেওয়া না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে গেলেন আবু আয়েশ মণ্ডল। এদিন তিনি কালনা ১ ও ২ ব্লক, রায়না ১ নং ব্লক এবং মেমারী ১নং ব্লকে সংখ্যালঘু দপ্তরের এই কাজ নিয়ে বিডিওদের রীতিমত ভত্সর্নাও করেন। যদিও এদিন কয়েকজন গত লোকসভা নির্বাচনকে খাড়া করে রেহাই পাওয়ার চেষ্টা করেন। কিন্তু সেখানেও তীব্র ভাষায় আক্রমণ করেন আবু আয়েশ মণ্ডল।