E Purba Bardhaman

আচমকাই জেলাপরিষদের ইঞ্জিনিয়ারের পদত্যাগ ঘিরে চাঞ্চল্য

The protest has started with the method of expressing the anger of MPs about the bad road in Galsi.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সম্প্রতি গলসীর মনোহর সুজাপুর প্রাথমিক বিদ্যালয় থেকে গলিগ্রাম লকগেট পর্যন্ত ২.২ কিমি বেহাল রাস্তা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। রাস্তা তৈরির পরই তা ভেঙে যাওয়া নিয়ে সরব হয়েছিলেন সাংসদ। সরজমিনে তিনি রাস্তার বেহাল অবস্থা খতিয়ে দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। এমনকি ঘটনাস্থলেই হাজির থাকা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পকেটে পাথর ঢুকিয়ে দিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন। এই ঘটনার পর জেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার কীর্তি আজাদের এই কাজে খুশী হতে পারেননি। এমনকি ইঞ্জিনিয়ারের পকেটে পাথর ঢুকিয়ে দেওয়া নিয়ে সভাধিপতি মন্তব্য করেন, কারও আত্মসম্মানে আঘাত করা তিনি সমর্থন করেন না। এদিকে, এই ঘটনা নিয়ে কীর্তি আজাদ জেলাশাসককে চিঠি দেন গত ২৭ জুলাই। কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন করেন। এই আবহ চলতে থাকার মাঝেই আচমকাই সোমবার পূর্ব বর্ধমান জেলাপরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পদ থেকে পদত্যাগ করলেন শুভদীপ ঘোষ। যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। যদিও জেলা পরিষদ সূত্রে জানা গেছে, গত শুক্রবার জেলা পরিষদের অর্থ স্থায়ী সমিতির বৈঠক হয়। এই বৈঠকেই শুভদীপ ঘোষকে বহিষ্কার (টার্মিনেট) করার সিদ্ধান্ত নেওয়া হয়। মনে করা হচ্ছে, এই খবর পাওয়ার পরই সোমবার অস্থায়ী এই ইঞ্জিনিয়ার নিজেই পদত্যাগ করলেন। যদিও এব্যাপারে ওই ইঞ্জিনিয়ারের বক্তব্য পাওয়া যায়নি।

Exit mobile version