E Purba Bardhaman

বর্ধমানে আচমকা বাস পরিষেবা বন্ধে নাকাল যাত্রীরা

 

Sudden stoppage of bus services in Burdwan has left passengers stranded

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আবার হঠাৎই বিনা নোটিশে বাস বন্ধ বর্ধমানে। চূড়ান্ত হয়রানির শিকার হলেন বাসযাত্রীরা। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন। অথচ বর্ধমানের আলিশা কিংবা নবাবহাট বাসস্ট্যান্ড থেকে ছাড়েনি সিংহভাগ বাস। কয়েকদিন আগেও এভাবেই বাস বন্ধ হয়েছিল। এদিন সকালে বর্ধমানের বাসস্ট্যান্ডে এসে নাকাল হয়েছেন যাত্রীরা। তাঁদের বক্তব্য, কোনো ঘোষণা না থাকায় তাঁরা এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাস পাননি। বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে অন্য যানবাহনের ব্যবস্থা করতে হচ্ছে। অপরদিকে, বর্ধমান টাউন সার্ভিস বাস ওনার্স সমিতির সম্পাদক বাবলু শর্মা জানিয়েছেন, বাস কেন বন্ধ রয়েছে আমরাও বুঝতে পারছি না। কর্মীরা বন্ধ রেখেছেন। ইউনিয়ন বলতে পারবে। আমরা তো সকাল থেকে বাস চালানর জন্য বসে আছি। কর্মীরা এসেছেন, কিন্তু তাঁরা গাড়ি চালাচ্ছেন না। কী কারণে বন্ধ ইউনিয়নকে জিজ্ঞাসা করেছি, সেখান থেকেও সদুত্তর পাওয়া যায় নি। আলিশা ও নবাবহাট বাসস্ট্যাণ্ডর সব রুটেরই বাস বন্ধ। এর ফলে মালিকেরাও অসুবিধায় পড়ছেন। চালকদের সাথে সেভাবে আলোচনা হয়নি। ইউনিয়নের সাথে আলোচনা হয়েছে। দ্রুত বাস চলাচল স্বাভাবিক হোক এটা তাঁরা ছাইছেন বলে জানিয়েছেন বাবলু শর্মা।

Exit mobile version