বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার বর্ধমানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সভায় আসেন এই দুই নেতা। দিল্লী স্টেশনের ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিলীপবাবু বলেন, আমাদের দেশে যেখানে বড় জমায়েত হয়, সেখানেই কিছু না কিছু দুর্ঘটনা ঘটে যায়। মানুষের ধৈর্য কম। ডিসিপ্লিন মানতে চায় না। পুলিশ তো আর সব জায়গায় লাঠি চালাতে পারে না। কুম্ভতেও তাই ঘটেছে। ব্যারিকেড ভেঙে ঢুকে গেছে। দুর্ভাগ্যজনক। এত বিরাট জনসংখ্যা, সরকারকেও সচেতন হতে হবে, মানুষকেও সচেতন হবে। এটা চিন্তার বিষয় আমাদের আরও সাবধান হতে হবে।