E Purba Bardhaman

মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উচ্চস্তরের বৈঠক করলেন সুরজিৎ কর পুরকায়স্থ, গেলেন হাসপাতাল পরিদর্শনে

Surjit Kar Purkayastha held a high-level meeting on the security measures of medical colleges and hospitals.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জেলাশাসকের সঙ্গে বিশেষ বৈঠক ও বৈঠক শেষে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিদর্শনে করলেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি তথা রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ। এদিন প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ, রামপুরহাট মেডিকেল কলেজ, আরামবাগ মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পূর্ব বর্ধমান জেলাশাসকের দপ্তরে বিশেষ আলোচনা করা হয়। স্টেট সিকিউরিটি অডিট কমিটির সদস্যরা এদিন জেলাশাসক, প্রশাসনিক আধিকারিক, তিনটি মেডিকেল কলেজের স্টেক হোল্ডার, আধিকারিক সহ জুনিয়র ডাক্তারদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে বর্ধমান মেডিকেল কলেজে ও হাসপাতালে পরিদর্শনে যান রাজ্য নিরাপত্তা উপদেষ্টা তথা রাজ্যের হাসপাতাল ও মেডিক্যাল কলেজের সিকিউরিটি অডিটের চেয়ারম্যান সুরজিৎ কর পুরকায়স্থ। এদিন হাসপাতালের জরুরি বিভাগ-সহ হাসপাতালের পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। সেখান থেকে তাঁরা মহিলা হোস্টেল এবং মেডিকেল কলেজেও যান। মহিলা হোস্টেলের নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখেন তাঁরা। এদিন জুনিয়র ডাক্তাররা জানান, আরো কীভাবে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো যায় এই নিয়ে বৈঠকে আলোচনা করা হলো। নিরাপত্তার বিষয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে কিন্তু রাজ্য সরকারের পক্ষে যেটা বলা হচ্ছে ৯৯ শতাংশ কাজ হয়ে গেছে সেটা ভুল। এদিন সুরজিত কর পুরকায়স্থ জানিয়েছেন, স্টেট সিকিউরিটি অডিট করছে। এদিন ৩ টে হাসপাতাল ও মেডিকেল কলেজ নিয়ে মিটিং করা হয়েছে। বর্ধমান, রামপুরহাট, আরামবাগ। তাঁদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। সমস্ত স্তরের প্রতিনিধিরা ছিলেন। ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরাও। কোথায় কোথায় কি কি সমস্যা রয়েছে সেগুলি শোনা হয়েছে। জুনিয়র ডাক্তাররাও বৈঠকে ছিলেন। তাঁরাও তাঁদের কথা জানিয়েছেন। এদিন সুরজিত কর পুরকায়স্থ ছাড়াও তাঁর সঙ্গে ছিলেন রাজ্য স্বাস্থ্য সচিব, রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকরা ছাড়াও জেলাশাসক, জেলা পুলিশ সুপারও।

Exit mobile version