E Purba Bardhaman

শারদ উৎসবের আগেই তাঁতিদের কাছ থেকে সরাসরি কাপড় কেনা শুরু করল তন্তুজ

Tantuja started buying clothes directly from the weavers before Sharad Utsav

কালনা (পূর্ব বর্ধমান) :- শারদ উৎসবের আগেই তাঁত শিল্পীরা যাতে তাঁদের তৈরী কাপড় সরাসরি তন্তুজকে বিক্রি করতে পারেন সেই উদ্যোগ বিগত বেশ কয়েকবছর ধরেই নিয়ে আসছেন মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্বস্থলী, ধাত্রীগ্রাম, শান্তিপুর, বিষ্ণুপুর, কাঁথি-সহ বিভিন্ন এলাকায় ফি বছরই নিয়ম করে ক্যাম্প করার মধ্য দিয়ে একেবারে সরাসরি তাঁতিদের কাছ থেকে কাপড় কেনার ব্যবস্থা করা হয়। মূলত জেলার বিভিন্ন প্রান্তে তন্তুজের পক্ষ থেকে প্রাক পূজোর যে মেলা করা হয় সেই মেলার জন্যই তাঁতিদের কাছ থেকেই সরাসরি এই তাঁতের কাপড় কেনা হয়ে থাকে। এরফলে শিল্পীরা যেমন অর্থনৈতিকভাবে উপকৃত হন, তেমনই মেলার ক্রেতারা একেবারে গ্রামবাংলার শিল্পীদের হাতে বোনা শিল্পকর্ম শহরে বসেই পেয়ে যান। শনিবার পূর্ব বর্ধমানের ধাত্রীগ্রামে তন্তুজের পক্ষ থেকে এই ধরনের ক্যাম্পের আয়োজন করা হয়। যে ক্যাম্পে এসে সরাসরি শতাধিক তাঁতি তাঁদের নিজের হাতে বোনা কাপড় বিক্রি করে যায়। এদিনের এই ক্যাম্পে নিজে উপস্থিত থেকে সম্পূর্ণ কাজকর্ম পরিচালনা করেন মন্ত্রী স্বপন দেবনাথ। স্বপন দেবনাথ জানিয়েছেন, এদিনের এই ক্যাম্পে সরাসরি তাঁতীদের কাছ থেকে ২৪৫৬ টি শাড়ি কেনা হয়েছে, যার ক্রয়মূল্য প্রায় ২ কোটি টাকা। আগামীদিনেও এই ধরনের ক্যাম্প রাজ্যের আরও একাধিক এলাকায় করা হবে।

Exit mobile version