ভাতার (পূর্ব বর্ধমান) :- পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ভাতারের বামশোর এলাকায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলো। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমান থেকে নতুনহাটগামী একটি বাস বাদশাহী রোডের বামশোর এলাকায় বর্ধমানমুখী একটি মোটরবাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান মোটরবাইক আরোহী। এরপরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্পিডব্রেকারের দাবিতে রাস্তা অবরোধে শামিল হন স্থানীয়রা। উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় বলেও অভিযোগ। দীর্ঘক্ষণ ধরে পুলিশকে দেহ তুলতে বাধা দেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, অত্যন্ত জনবহুল এলাকা, বারংবার দাবি করা সত্ত্বেও এই এলাকায় পুলিশের তরফ থেকে স্পিড ব্রেকার তৈরি করা হয়নি। দ্রুতগতির গাড়ি যাতায়াতের ফলে প্রায় দিন এই ধরনের দুর্ঘটনা ঘটছে। তাই স্থানীয়রা স্পিডব্রেকারের দাবিতে রাস্তা অবরোধে শামিল হন। পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠায়।