বর্ধমান (পূর্ব বর্ধমান) :- এসএফআই-এর ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার এসএফআই-এর সমর্থকরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দরজা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভ চলার সময় উপাচার্য অফিসে ঢুকতে গেলে বাধা পান। আর এরপরই বিশ্ববিদ্যালয়ের কর্মীদের সাথে ঠ্যালাঠেলিতে জড়িয়ে পড়েন এসএফআই-এর কর্মী সমর্থকরা। এই ঘটনায় উত্তেজনা দেখা দেয়। উল্লেখ্য, কয়েকদিন আগেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার ও ফিনান্স অফিসারের সই জাল করে প্রায় ২ কোটি টাকা ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে নিয়ে টাকা তুলে নেওয়ার ঘটনা সামনে আসে। এরপরই টাকা তুলে নেওয়ার ঘটনায় দোষীদের শাস্তি ও তদন্তের দাবিতে আন্দোলনে নামে এসএফআই। একইসঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয় বাঁচাও কমিটি তৈরি করেছেন কর্মীরা। তাঁরাও পৃথকভাবে আন্দোলনে নেমেছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকেও অর্থ তছরুপের ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চেয়ে উপাচার্যকে ডেপুটেশন দেওয়া হয়েছে। অন্যদিকে, টাকা কোথায় গেল? -এই প্রশ্ন তুলে শুক্রবার বিশ্ববিদ্যালয় চলো অভিযানের ডাক দেওয়া হয় এসএফআই-এর পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে। এদিন বর্ধমানের কার্জনগেট থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিল করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অফিসে ঢোকার মুখে গেট বন্ধ থাকায় গেটের সামনেই অবস্থান বিক্ষোভে বসে পরেন তাঁরা। তাঁদের দাবি উপাচার্যকে দেখা করতে হবে। প্রায় ৩০ মিনিটের ওপর তাঁদের এই অবস্থান বিক্ষোভ চলাকালীন সময়ে উপাচার্য আসেন এবং ঢুকতে গেলে বাধা দেন এসএফআই কর্মী সমর্থকরা। এরপরই বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সাথে ঠ্যালাঠেলি শুরু হয় এসএফআই কর্মী সমর্থকদের। পরে উপাচার্যের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।