E Purba Bardhaman

বর্ধমান রেলস্টেশনের পুরনো রেলব্রীজ ভাঙা নিয়ে উত্তেজনা

Tension over the demolition of the old railway bridge of Burdwan Railway Station @ Bardhaman Railway Station

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান ষ্টেশনের পুরনো রেলব্রীজকে ভেঙে ফেলতে এসে রেল হকার ও তার পরিবারদের প্রবল বাধায় থমকে গেল ব্রীজ ভাঙার জন্য আসা জেসিবি মেশিন। বুধবার সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো বর্ধমান ষ্টেশন এলাকায়। এদিন উপস্থিত ছিলেন এসইউসিইআই- সমর্থিত জনপ্রিয় হকার্স ইউনিয়নের নেতা অনিরুদ্ধ কুণ্ডু, ঝর্ণা পাল প্রমুখরা। এরই পাশাপাশি এই ইস্যুতে বিক্ষোভে সামিল হল তৃণমূল সমর্থকরাও। বুধবার সকাল থেকে দফায় দফায় এই বিক্ষোভের ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঝর্ণা পাল জানিয়েছেন, পুরনো রেলব্রীজের অবস্থা খারাপ হওয়ার পর নতুন ব্রীজ তৈরী হয়। কিন্তু রেল কর্তৃপক্ষ জানায় পুরনো রেলব্রীজকে ভেঙে দিলেও সেখানে তৈরী করে দেওয়া হবে ফুটব্রীজ। তাঁদের দাবী, সেই ফুটব্রীজ না করে এই ব্রীজ ভাঙা চলবে না। এদিকে, এই বিক্ষোভের মাঝেই পুরনো এই রেলব্রীজের দুপাশে থাকা ফুটপাতের দোকানগুলিকে সরিয়ে দেওয়ার কাজ শুরু হয়। দোকানদাররা নিজেরাই তাঁদের দোকানগুলি সরিয়ে নিতে শুরু করেন।

Exit mobile version