E Purba Bardhaman

পথ দুর্ঘটনায় ধান ব্যবসায়ীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যপক উত্তেজনা ছড়ালো ভাতারে।

ভাতার (পূর্ব বর্ধমান) :- পথ দুর্ঘটনায় ধান ব্যবসায়ীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যপক উত্তেজনা ছড়ালো ভাতারে। পুলিশ সূত্রে জানাগেছে, মৃতের নাম সিরাজুল সেখ ওরফে ভোলন সেখ (৪৫)। তিনি মঙ্গলকোটের মাহার্তুবা গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানাগেছে, পেশায় ধান ব্যবসায়ী সিরাজুল সেখ শুক্রবার সন্ধ্যে ৭টা নাগাদ মোটর বাইকে করে ধান বিক্রির টাকা নিয়ে মুরাতিপুর থেকে বাড়ি ফিরছিলেন। ভাতারের কালিটিকুরি মোড়ের কাছে একটি চারচাকা গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর স্থানীয় গ্রামবাসীরা এসে রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারিরা ৮টা দোকান ও হোটেলে আগুন ধরিয়ে দেয়। ৩টি দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়। ভাতার থেকে দমকলের গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অভিযোগ, দোকানগুলির সামনে গাড়ি পার্কিং করে রাখায় এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ গিয়ে বাধা পেয়ে ফিরে আসে। পরে বর্ধমান থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Exit mobile version