বর্ধমান (পূর্ব বর্ধমান) :- টেট পরীক্ষা ও চাকরী নিয়ে দুর্নীতি, কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি এবং রাজ্যের শিক্ষার বেহাল অবস্থার সঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বামপন্থী প্রাথমিক শিক্ষক সংগঠনের ভূমিকা-সহ প্রায় ১০ দফা কর্মসূচীকে সামনে রেখে বর্ধমানে অনুষ্ঠিত হতে চলেছে এ.বি.টি.এ.-র ১০ম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন। ১৭ ও ১৮ ডিসেম্বর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে এই সম্মেলনের প্রাক্কালে শুক্রবার বীরহাটা পার্বতী মাঠে প্রকাশ্য সভায় মুখ্য বক্তা হিসাবে উপস্থিত থাকছেন হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তথা রাজ্য সভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য্য। যদিও এই সভার বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যে পর্যন্ত এবিটিএ কোনোরকম পুলিশী অনুমতি পায়নি বলে জানিয়েছেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক সুকুমার পাইন। এই সম্মেলন উপলক্ষ্যে বৃহস্পতিবার বর্ধমানের এবিটিএ ভবনে সাংবাদিক বৈঠকে সুকুমারবাবু জানিয়েছেন, চলতি সময়ে গোটা রাজ্য জুড়ে যেভাবে চাকরী দুর্নীতি হয়েছে সেই বিষয় নিয়েও এই সম্মেলনে বিস্তারিত আলোচনা হবে। আলোচনা হবে কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি এবং গোটা শিক্ষাব্যবস্থাকে অনলাইন করার দূরভিসন্ধির বিরুদ্ধেও। এরই পাশাপাশি যেহেতু আর কিছুদিনের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তাই সেই পঞ্চায়েত নির্বাচনে তাঁদের ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা হবে। তিনি জানিয়েছেন, গত পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের শাসকদল যেভাবে সন্ত্রাস করেছিল এবছর আর তাঁরা সেরকমভাবে সন্ত্রাস করে পার পাবে না। তাঁরা এর বিরুদ্ধে একটা ঝাপটা দেবেন-ই। তিনি জানিয়েছেন, গোটা রাজ্যে সক্রিয়ভাবে তাঁদের ৭০ হাজার সমর্থক রয়েছেন। পূর্ব বর্ধমান জেলায় রয়েছে প্রায় সাড়ে চার হাজার সমর্থক। এর বাইরেও বহু সমর্থক রয়েছেন। তাঁরাও এব্যাপারে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে এই সন্ত্রাসের মোকাবিলায় কাজ করবেন।