বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আগামী ২১ ডিসেম্বর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে শুরু হচ্ছে ২৪ তম বর্ধমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বুধবার এই উৎসবের উদ্বোধনী ছবি দেখানো হবে ভারতের বাংলা ছবি ‘মহিষাসুরমর্দ্দিনী’। উৎসবের উদ্বোধন করবেন এই ছবির পরিচালক রঞ্জন ঘোষ। উপস্থিত থাকবেন ‘মহিষাসুরমর্দ্দিনী’ ছবির কলাকুশলীরাও। সোমবার বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই খবর জানিয়েছেন বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্র তথা উৎসব উদ্যাপন কমিটির সম্পাদক বাপ্পাদিত্য দাঁ। তিনি জানিয়েছেন, উৎসবের বাজেট প্রায় ১ লক্ষ টাকা। বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলাপরিষদ, জেলা প্রশাসন, বর্ধমান পৌরসভা এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অফ্ ইন্ডিয়ার সহযোগিতায় আয়োজিত এই উৎসবে দেখানো হবে দেশ-বিদেশের মোট ৭টি ছবি। বৃহস্পতিবার দেখানো হবে জার্মানীর ছবি ‘ট্রানজিট’ এবং ইকুইডরের ছবি ‘বিগ ব্যাং ২.০’। শুক্রবার দেখানো হবে মরক্কোর ছবি ‘হালা মাদ্রিদ ভিসকা বারকা’ এবং ভারতের কোঙ্কণী ভাষার ছবি ‘কাজরো’। শনিবার দেখানো হবে ভারতের হিন্দী ছবি ‘বারা-বাই-বারা’ এবং কাজাখস্তানের ছবি ‘ফায়ার’।