E Purba Bardhaman

শুরু হলো কেতুগ্রামের গঙ্গাটিকুরী অতীন্দ্রনাথ বিদ্যামন্দিরের ৭৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান

The 75th anniversary program of Gangatikuri Atindranath Bidyamandir of Ketugram has started

রতন চক্রবর্তী, কেতুগ্রাম (পূর্ব বর্ধমান) :- শুরু হলো কেতুগ্রামের গঙ্গাটিকুরী অতীন্দ্রনাথ বিদ্যামন্দিরের ৭৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান। শুক্রবার ও শনিবার -দু’দিন ধরে চলবে এই প্লাটিনাম জয়ন্তী বর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠান। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, কেতুগ্রামের বিধায়ক শেখ শাহানেওয়াজ, সমাজসেবী অমর চাঁদ কুণ্ডু-সহ অন্যান্যরা। গঙ্গাটিকুরী অতীন্দ্রনাথ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক অরিন্দম মিশ্র জানিয়েছেন, নৃত্য, সংগীত,আবৃতি, ক্যারাটে প্রদর্শনী, নাটক, বাউল গান-সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দুটি দিন প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদ্‌যাপন করা হবে। শুক্রবার বিদ্যালয়ের সাংস্কৃতিক মঞ্চ এবং পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। এদিন ছাত্রছাত্রীদের দ্বারা লোকনৃত্য, নাটক ‘রাতকানা’ পরিবেশিত হয়। এছাড়াও এদিন বাউল গান এবং বীরভূম সাংস্কৃতিক বাহিনীর পরিবেশনায় মানব পুতুল নাটক ‘বেহুলা লক্ষ্মীন্দর পালা’ আয়োজিত হয়। শনিবার সংগীত অনুষ্ঠানের পাশাপাশি থাকছে ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত নাটক ‘শিক্ষাঙ্গণ’ এবং বীরভূম মুখোশ নৃত্য ও নাট্যগোষ্ঠীর মুখোশ নাচ ‘ভক্ত প্রহ্লাদ’।
প্রধান শিক্ষক অরিন্দম মিশ্র জানিয়েছেন, পড়ুয়াদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সংস্কৃতি মুখর করা খুবই প্রয়োজন। এবং সেই লক্ষ্যে তাঁদের স্কুল সারা বছরই কাজ করে চলে। প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানেও সেই ছাপ রাখছে তাঁদের স্কুলের ছাত্রছাত্রীরা।

Exit mobile version