বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মেমারি থানার সুলতানপুরে বেসরকারি ব্যাংক ও বিভিন্ন ঋণদান সংস্থা থেকে লোন করিয়ে দিয়ে কোটি টাকারও বেশি আত্মসাতের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত মহিলার নাম শুকতারা বিবি শেখ। সুলতানপুরের মোড়লপাড়ায় তার বাড়ি। বুধবার মেমারি থানার চকদিঘি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার স্বামী হানিফ শেখকে আগেই গ্রেপ্তার করে পুলিস। তার কাছ থেকে বেশকিছু নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে বলে পুলিসের দাবি। বৃহস্পতিবার শুকতারাকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। পুলিসি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর এদিনই হানিফকেও আদালতে পেশ করে পুলিস। তদন্তের প্রয়োজনে ধৃত মহিলাকে ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। তাকে ৬ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
পুলিস সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি ব্যাংক ও বিভিন্ন ঋণদান সংস্থার এজেন্ট বলে নিজেদের পরিচয় দেয় ওই দম্পতি। এলাকার বহুজনকে তারা বেসরকারি ব্যাংক ও ঋণদান সংস্থা থেকে লোন করিয়ে দেয়। লোনের টাকা তারা আত্মসাৎ করে। এইভাবে অন্যের নামে লোন করিয়ে তারা দেড়-দু’কোটি টাকা আত্মসাৎ করেছে বলে পুলিসের দাবি। সেই টাকায় তারা নামে-বেনামে ৩টি ট্রাক্টর কিনেছে। এনিয়ে সুলতানপুরের বাসিন্দা সামিরা বিবি গত ৯ মার্চ থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর কাছ থেকেও ঋণ করিয়ে দিয়ে অভিযুক্তরা মোটা টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। অভিযোগ পেয়ে জাল নথিপত্র তৈরি করে প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারায় মামলা রুজু করেছে থানা।