কেতুগ্রাম (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় বারের শপথ অনুষ্ঠানের আনন্দে ভেসে ছিলেন কেতুগ্রামের পান্ডুগ্রামের বিজেপি সমর্থকেরা। সকালে সেই আনন্দেই রাস্তায় জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বিজেপির পতাকা লাগাচ্ছিলেন সুশীল মন্ডল (৫২)। অভিযোগ, সেই সময় অতর্কিতে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় সুশীল মন্ডলের ওপর। বুকের বাঁ দিকে কোপানো হয় তাঁকে। এই ঘটনায় আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় তৃণমূল সমর্থকরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কেতুগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।