E Purba Bardhaman

বিজেপি করার জন্য বিজেপি সমর্থকের দোকান বন্ধের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

The allegations against the Trinamool Congress for Close the BJP supporter's shop

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিজেপি করার অপরাধে এক বিজেপি সমর্থকের দোকান বন্ধ করে দেবার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান শহরের ১৭নং ওয়ার্ডের তেলিপুকুর এলাকায়। বিজেপি সমর্থকের নাম সুনীল পাশোয়ান। সুনীলবাবু অভিযোগ করেছেনতিনি বিজেপির মিটিং মিছিলে অংশ নেওয়ায় বর্ধমান শহরের তেলিপুকুর এলাকায় তাঁর একটি চায়ের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাঁর দোকানে তৃণমূলের পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেছেনবিজেপি করলে তাঁর প্রাণনাশের আশংকা রয়েছে বলেও হুমকি দেওয়া হয়েছে। সুনীলবাবুর বাড়ি বর্ধমান শহরের তেজগঞ্জ এলাকায়। যদিও এব্যাপারে স্থানীয় তৃণমূল নেতা রাসবিহারী হালদার জানিয়েছেনলোকসভা নির্বাচনের পর থেকে বর্ধমান পুরসভার এই ১৬ ও ১৭ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কারও গায়ে হাত দেয়নি। এমনকি কাউকে কোনোরকম ভয়ও দেখায়নি। বরং বিজেপিই গোটা এলাকায় নানাভাবে হুমকি দিয়ে চলেছে। সুনীল পাশোয়ানের অভিযোগকে মিথ্যা বলে দাবী করে তিনি জানিয়েছেনসুনীলবাবুর চায়ের দোকানটি বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। তিনি খোলেন না। তাই দোকান বন্ধ করে দেবার অভিযোগও সঠিক নয়।

Exit mobile version