E Purba Bardhaman

নবাবহাটে পথ দুর্ঘটনায় মৃত্যুর জেরে ট্রাফিক কর্মীদের মারধরের অভিযোগ, ভাঙচুর কিয়স্ক

The angry mob beat the police due to the death in the accident on the national highway 19, vandalized the traffic kiosk. At Nababhat in Burdwan.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মঙ্গলবার সকালে বর্ধমানের নবাবহাট মোড়ে পথ দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। মৃতের কোনো পরিচয় এখনও পাওয়া যায়নি। বছর চল্লিশের ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এই দুর্ঘটনার পরই এলাকার বাসিন্দারা ক্ষীপ্ত হয়ে দুটি ট্রাফিক কিয়স্ক ভাঙচুর-সহ একাধিক বাইকে ভাঙচুর চালানোর পাশাপাশি বেশ কয়েকজন ট্রাফিক কর্মীকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে নবাবহাট এলাকায় ১৯ নং জাতীয় সড়কে (পুরনো ২ নং) বেশ কিছুক্ষণ রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা সেখ ইব্রাহিম জানিয়েছেন, এই নবাবহাট এলাকায় বিশেষত সিভিক ভলেণ্টিয়াররা কাজ ছেড়ে টাকা তুলতে ব্যস্ত থাকেন। তার জেরেই প্রায়শই এই ধরণের দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কিছুদিন আগে গলসীরও এক যুবকের এই কারণেই মৃত্যু হয়। তিনি জানিয়েছেন, এদিন সকাল প্রায় ১১ নাগাদ নবাবহাট মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় ছাগল নিয়ে যাওয়া এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে একটি ট্যাঙ্কার। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইকেল আরোহীর। এরপরেই উত্তেজিত হয়ে পড়েন এলাকাবাসীরা। পরপর দুটি ট্রাফিক কিয়স্ক এবং সেখানকার কর্মীদের বাইক ভাঙচুরের পাশাপাশি ট্রাফিককর্মীদেরও মারধর করা হয়। এই ঘটনায় কয়েকজন কর্তব্যরত ট্রাফিক পুলিশ এবং সিভিক ভলেণ্টিয়ারকে স্থানীয় নার্সিংহোম এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে খবর পেয়ে বর্ধমান থানার বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। পুলিশের ওপর হামলার ঘটনার জেরে এদিন বিকাল থেকেই পুলিশী ধরপাকড়ও শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটকও করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই দুর্ঘটনায় ঘাতক ট্যাঙ্কারটিকে আটক করলেও গাড়ির চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

Exit mobile version