E Purba Bardhaman

বিদ্যুতের হাই টেনশন তারের টাওয়ার থেকে যুবকের দেহ উদ্ধার

The body of the youth was recovered from the high tension electricity cable tower

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান থানার সিজেপাড়া গ্রামে প্রায় ১৫০ ফুট উচ্চতার বিদ্যুতের হাইটেনশন তারের টাওয়ার থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম মুক্ত মালিক ওরফে মিঠুন মালিক (৩২)। বাড়ি সিজেপাড়া গ্রামেই। স্থানীয়রা জানিয়েছেন, মুক্ত ও তাঁর স্ত্রী মাঠে খেতমজুরের কাজ করতেন। সকালে স্ত্রী কাজে চলে যাওয়ার পর মুক্ত বাড়ি থেকে বেরিয়ে যায়। হঠাৎই পুকুরে স্নান করে টাওয়ারে উপরে উঠতে গেলে গ্রামবাসীরা তাঁকে বারণ করেন। তারপরই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গ্রামবাসীদের দাবি, সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তাঁর স্ত্রী শিখা মালিক জানান, তাঁদের দুই ছেলে, এক মেয়ে। পরিবারে কোনো ঝামেলা হয়নি। কেন এমন করলেন তা স্পষ্ট নয়। বর্ধমান থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, এদিন এই দেহ উদ্ধার নিয়ে বেগ পেতে হয় পুলিশকে। পুলিশকে খবর দেওয়া হলে, বর্ধমান থানার পুলিশ, দমকল ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। কিন্তু তারা দেহ উদ্ধারে ব্যর্থ হওয়ায় খবর দেওয়া হয় দামোদর ভ্যালি কর্পোরেশনকে। পরে তাদের কর্মীরা এসে শেষ পর্যন্ত হাইটেনশনের টাওয়ার থেকে দেহ উদ্ধার করে।

Exit mobile version