বর্ধমান (পূর্ব বর্ধমান) :– আদালতের নির্দেশে চিটফান্ড ভিবজিওরের বিরুদ্ধে মামলা রুজু করল ভাতার থানার পুলিশ। সংস্থার এক এজেন্ট ও ম্যানেজিং ডিরেক্টরের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারায় মামলা রুজু হয়েছে। প্রতারণার কথা জানিয়ে বর্ধমান সিজেএম আদালতে মামলা করেন ভাতার থানার কুলচণ্ডা গ্রামের শুভ্রা সাহা। সিজেএম কেস রুজু করে তদন্তের নির্দেশ দেন। শুভ্রার আইনজীবী পুলক মুখোপাধ্যায় বলেন, ঘটনার বিষয়ে ভাতার থানায় অভিযোগ জানানো হয়। কিন্তু, থানা আদালতে মামলা করার পরামর্শ দেয়। বিষয়টি এসপিকে জানানো হয়। কিন্তু, তাতে কাজ হয়নি। বাধ্য হয়ে সিজেএম আদালতে মামলা করা হয়েছে। সংস্থাটির হাতে বহু মানুষ প্রতারিত হয়েছেন। মানুষের জমা রাখা কোটি কোটি টাকা আত্মসাত করেছে সংস্থাটির কর্তারা। ভাতার থানার এক অফিসার বলেন, আদালতের নির্দেশ পাওয়া মাত্র কেস রুজু করা হয়েছে। অভিযুক্তদের নোটিশ পাঠিয়ে ডেকে পাঠানো হবে। তাতে সাড়া না দিলে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে।
আদালতে শুভ্রা জানিয়েছেন, ২০১২ সালে সংস্থার এক এজেন্ট সেখানে টাকা জমা রাখার জন্য বলে। সংস্থাটি মোটা টাকা সুদ দেওয়ার আশ্বাস দেয়। কাগজপত্র দেখে তিনি সংস্থায় ৪০ হাজার টাকা জমা দেন। সংস্থার তরফে তাকে ৫টি সার্টিফিকেট দেওয়া হয়। মেয়াদ শেষে তাঁকে ৮০ হাজার টাকা ফেরত দেওয়া হবে বলে সার্টিফিকেটে লেখা ছিল। ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর মেয়াদ শেষ হওয়ার পর তিনি টাকা ফেরত চান। কিন্তু, নানা অজুহাতে তাকে টাকা ফেরত দেওয়া হয়নি। এজেন্ট মোটা টাকা কমিশনের লোভে তাকে ঠকিয়েছে। প্রতারণায় এজেন্ট ও সংস্থার কর্তারা জড়িত। বহু মানুষের সঙ্গে প্রতারণা ও বিশ্বাস ঘাতকতা করে সংস্থার কর্তারা প্রচুর টাকা আত্মসাত করেছে।