E Purba Bardhaman

বর্ধমানের সভা সেরে ফেরার পথে মাথায় চোট পেলেন মুখ্যমন্ত্রী, শক্তিগড়ে ল্যাংচার দোকানের সামনে পান করলেন চা

The cm suffered a head injury on the way back from the meeting in Burdwan, Mamata Banerjee drinks tea in front of Langcha shop in Saktigarh

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও হেলিকপ্টারে বুধবার বর্ধমানের গোদা বালির মাঠে (স্বাস্থ্য উপনগরী) প্রশাসনিক সভায় এলেও দুর্যোগ বাড়ায় সড়কপথেই কলকাতায় ফিরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিন গোদার সভা শেষ করে গাড়িতে ওঠার পর সভার মাঠ ছেড়ে জিটি রোডে মুখ্যমন্ত্রীর গাড়ি উঠতেই আচমকা মুখ্যমন্ত্রীর গাড়র সামনে অন্য একটি গাড়ি এসে যাওয়ায় মুখ্যমন্ত্রীর গাড়ির চালক ব্রেক কষায় মাথায় চোট পেলেন মুখ্যমন্ত্রী। এরপরই তাঁকে নিয়ে গাড়ি কলকাতার উদ্দেশ্যে রওনা হলেও শক্তিগড়ের আমড়ার কাছে ল্যাংচা কুটির দোকানের কাছে মুখ্যমন্ত্রীর গাড়ি দাঁড়িয়ে যায়। দোকানের মালিক সেখ জাভেদ ইসলাম জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে ফ্লাক্সে স্পেশাল চা করে দেওয়া হয়। তিনি এক কাপ চাও খান গাড়িতে বসেই। যদিও প্রশাসনিক আধিকারিকরা এদিন মুখ্যমন্ত্রীর এই আঘাত সম্পর্কে তেমন কিছু বলতে চাননি। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, আচমকা গাড়িতে ব্রেক কষার জন্যই মুখ্যমন্ত্রী মাথায় আঘাত পেয়েছেন। তাঁর আঘাত তেমন গুরুতর নয়। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে কি করে গাড়ি চলে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিকদের জানিয়েছেন, প্রায় ২০০ কিমি বেগে আমার গাড়ির সামনে একটি গাড়ি চলে আসে। আমার গাড়ির চালক জরুরি ভিত্তিতে ব্রেক কষে। চালকের জন্য আমি প্রাণে বেঁচে গেছি। পুলিশ নিশ্চয় তদন্ত করবে। আমি এখনই এই বিষয়ে কিছু বলবো না। আমার মাথায় লেগেছে, রক্ত বেড়িয়েছে, গোটা মাথায় ব্যথা অনুভব করছি।

Exit mobile version