বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ২০২০ সালের ৪ জানুয়ারী বর্ধমান ষ্টেশন ঢোকার মুখে আচমকাই ভেঙে পড়ে শতাব্দী প্রাচীন রেল ষ্টেশন ভবনের সামনের একাংশ। মারা যান একজন যাত্রী। সেই ঘটনার পর রীতিমত গোটা দেশ জুড়েই হৈ চৈ শুরু হয়েছিল। এরপর পরে ফের সিঁড়ি দিয়ে হুড়মুড়িয়ে উঠতে গিয়ে পদপিষ্ট হন কয়েকজন যাত্রী। আর ২০২৩ সালের ১৩ ডিসেম্বর ফের বর্ধমান ষ্টেশনে শতাব্দী প্রাচীন ধাতব পাতের তৈরী জলের ট্যাঙ্কের একাংশ ভেঙে মৃত্যু হল ৩ জনের। আহত হলেন ৩৪ জন। আর এই ঘটনার পরই রীতিমত রেলের গাফিলতিকেই দায়ী করেছেন সাধারণ যাত্রী থেকে রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।