E Purba Bardhaman

ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিককে শারীরিকভাবে নিগ্রহ করা ও কাজে বাধা দেওয়ার অভিযোগ, ধৃতের জামিন মঞ্জুর

The court granted bail to the accused for physically assaulting and obstructing the work of a land and land revenue officer

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অভিযোগপত্রে সই না থাকায় মেমারি-১ ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিককে শারীরিকভাবে নিগ্রহ করা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে ধৃতের জামিন মঞ্জুর করল আদালত। ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিককে মারধরের অভিযোগে অমরেশ সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। মেমারি থানার বিষ্ণুপুরে তার বাড়ি। শনিবার সকালে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, বুধবার সকালে মেমারি ভূমি ও ভূমি রাজস্ব অফিসের রেভিনিউ অফিসার দিব্যেন্দু চৌধুরি অফিসে আসার পথে জিটি রোডে নিমো বটতলার কাছে একটি বালি বোঝাই লরি আটকান। চালক বালির বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি। বিষয়টি তিনি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিককে জানান। খবর পেয়ে ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক দীপনারায়ণ চৌধুরি সহ কয়েকজন ঘটনাস্থলে যান। লরি আটকানো নিয়ে কয়েকজনের সঙ্গে বচসা বাধে। এসবের মধ্যেই ঘটনাস্থলে লোকজন জড়ো হয়ে যায়। বচসা চলাকালীন একজন ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিককে শারীরিকভাবে নিগ্রহ করে বলে অভিযোগ। সুযোগ বুঝে চালক লরি নিয়ে পালিয়ে যায়। নিগ্রহে জড়িত ব্যক্তিও ঘটনাস্থল ছেড়ে চলে যায়। মেমারি হাসপাতালে ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের চিকিৎসা করানো হয়। পরে তিনি বিষয়টি লিখিতভাবে জেলা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিককে জানান। সেদিনই জেলা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক অভিযোগটি থানায় পাঠিয়ে দেন। তার ভিত্তিতে কর্তব্যরত অবস্থায় সরকারি কর্মচারীকে কাজে বাধা দেওয়া, মারধর, হুমকি ও বালি পাচারের ধারায় মামলা রুজু করেছে থানা। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতের হয়ে আইনজীবী পার্থ হাটি জামিনের সওয়ালে বলেন, অভিযোগে কোনও সই নেই। আইন অনুযায়ী, অভিযোগটি গ্রাহ্য হবে না। সরকারি আইনজীবী অবশ্য পাল্টা যুক্তি খাড়া করে জামিনের তীব্র বিরোধিতা করেন। দু’পক্ষের সওয়াল শোনার পর এফআইআরে অভিযোগকারীর সই না থাকার কারণ উল্লেখ করে ধৃতের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।

Exit mobile version