E Purba Bardhaman

কৃষক-খেতমজুরদের উপর পুলিশের আক্রমণে হত্যার অভিযোগে বর্ধমানে সিপিআই(এম)-এর প্রতিবাদ মিছিল

The CPI(M) held a protest march in Burdwan on the charge of brutal police attack on farmers and farm labourers.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দেশ ও রাজ্যে কৃষক-খেতমজুরদের উপর পুলিশের নৃশংস আক্রমণে হত্যার অভিযোগে বর্ধমানে প্রতিবাদ মিছিল করল সিপিআই(এম)। বৃহস্পতিবার সিপিআই(এম) পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই মিছিল কোর্ট কম্পাউন্ড এলাকা থেকে শুরু হয়, বর্ধমান স্টেশন চত্বরে মিছিল শেষ হয়। উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য আভাষ রায় চৌধুরি, অঞ্জু কর, রাজ্য কমিটির সদস্য অমল হালদার, অচিন্ত্য মণ্ডল, জেলা সম্পাদক সৈয়দ হোসেন, প্রদীপ তার স্ত্রী চিত্রলেখা তা, কন্যা পৃথা তা-সহ অন্যান্য নেতাকর্মীরা। সৈয়দ হোসেন জানিয়েছেন, কৃষকদের দাবি আদায়ের জন্য “দিল্লি চলো” আন্দোলনে পঞ্জাব-হরিয়ানা বর্ডারে ২৪ বছরের আন্দোলনরত কৃষক শুভকরণ সিং-কে হরিয়ানা পুলিশের গুলিতে খুন এবং আইন অমান্য আন্দোলনে পশ্চিমবঙ্গে খেতমজুর আনোয়ারুল ইসলামকে খুনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে বর্ধমান শহরে এই মিছিল করা হলো।

Exit mobile version