E Purba Bardhaman

জামালপুরের আঝাপুরে সেচখালের বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে জল, গ্রাম প্লাবিত হওয়ার আশংকা

The dam of the irrigation canal in Ajhapur has broken and water is entering the village

জামালপুর (পূর্ব বর্ধমান) :- বুধবার থেকে একটানা বৃষ্টির সঙ্গে চাষের জন্য ডিভিসি সেচখালে জল ছাড়ায় এবার বড়সড় বিপত্তির মুখে দাঁড়ালো জামালপুরের আঝাপুর দাসপাড়া এলাকা। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকে একনাগাড়ে বৃষ্টির জেরে সেচখালের প্রায় ১০-১২ ফুট এলাকায় দেখা দিয়েছে ফাটল। সেই ফাটল দিয়ে হু হু করে জল ঢুকে প্লাবিত করেছে দাসপাড়া। গ্রামবাসীরা জানিয়েছেন, এদিন বিকালেই এই বিষয়টি তাঁদের নজরে আসে। সঙ্গে সঙ্গে তাঁরা স্থানীয় সেচখাল অফিসে জানান। সেখান থেকে জানানো হয়েছে শুক্রবারের আগে বাঁধ মেরামতি করা সম্ভব নয়। গ্রামবাসীরা জানিয়েছেন, অবিলম্বে বাঁধ মেরামতির কাজ শুরু না হলে রাতের মধ্যেই ভেসে যেতে পারে গ্রাম। ইতোমধ্যেই রাস্তায় দেখা দিয়েছে ফাটল। এখন সেই আতঙ্কে রাতের ঘুম ছুটেছে এলাকাবাসীর। যেভাবে গ্রামে জল ঢুকছে তাতে দুশ্চিন্তায় পড়েছে গোটা গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই ক্যানেল সংস্কার হয়নি। সম্প্রতি সংস্কারের কাজ হলেও দুধারে কংক্রিটের ঢালাই দিয়ে বাঁধানোর কথা ছিল, কিন্তু হয়নি। এখন আমন চাষের জল ছাড়া হয়েছে। তাতে ১০-১২ ফুট এলাকা জুড়ে বিশাল একটা ফাটল হয়ে গেছে। বাড়ির কাছে জল চলে এসেছে। গেটম্যানকে খবর দেওয়া হয়েছে। তিনি গেট চেপে দিয়েছেন। কিন্তু যে পরিমাণ জল মজুত আছে তাতে আঝাপুর গ্রামের দাসপাড়া ভেসে যাওয়ার আশঙ্কা করছেন। গ্রামবাসীরা জানিয়েছেন, দিনের বেলায় এটা চোখে পড়েছে, রাতে হলে আরও ভয়ের বিষয় ছিল। গ্রামে রয়েছে অসংখ্য কাঁচা বাড়ি। সেগুলি ধসে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
বিষয়টি নিয়ে জামালপুরের বিডিও পার্থসারথী দে জানিয়েছেন, গ্রামে যাতে জল না ঢোকে তারজন্য আপাতত সেচ দপ্তরের সাথে কথা বলে লক গেট আটকে নতুন করে জল ছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার বাঁধ মেরামতের পর পুনরায় জল ছাড়া হবে। এরপরও সমস্ত রকমের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

 

Exit mobile version