জামালপুর (পূর্ব বর্ধমান) :- বুধবার থেকে একটানা বৃষ্টির সঙ্গে চাষের জন্য ডিভিসি সেচখালে জল ছাড়ায় এবার বড়সড় বিপত্তির মুখে দাঁড়ালো জামালপুরের আঝাপুর দাসপাড়া এলাকা। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকে একনাগাড়ে বৃষ্টির জেরে সেচখালের প্রায় ১০-১২ ফুট এলাকায় দেখা দিয়েছে ফাটল। সেই ফাটল দিয়ে হু হু করে জল ঢুকে প্লাবিত করেছে দাসপাড়া। গ্রামবাসীরা জানিয়েছেন, এদিন বিকালেই এই বিষয়টি তাঁদের নজরে আসে। সঙ্গে সঙ্গে তাঁরা স্থানীয় সেচখাল অফিসে জানান। সেখান থেকে জানানো হয়েছে শুক্রবারের আগে বাঁধ মেরামতি করা সম্ভব নয়। গ্রামবাসীরা জানিয়েছেন, অবিলম্বে বাঁধ মেরামতির কাজ শুরু না হলে রাতের মধ্যেই ভেসে যেতে পারে গ্রাম। ইতোমধ্যেই রাস্তায় দেখা দিয়েছে ফাটল। এখন সেই আতঙ্কে রাতের ঘুম ছুটেছে এলাকাবাসীর। যেভাবে গ্রামে জল ঢুকছে তাতে দুশ্চিন্তায় পড়েছে গোটা গ্রামের বাসিন্দারা।
বিষয়টি নিয়ে জামালপুরের বিডিও পার্থসারথী দে জানিয়েছেন, গ্রামে যাতে জল না ঢোকে তারজন্য আপাতত সেচ দপ্তরের সাথে কথা বলে লক গেট আটকে নতুন করে জল ছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার বাঁধ মেরামতের পর পুনরায় জল ছাড়া হবে। এরপরও সমস্ত রকমের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।