E Purba Bardhaman

বিশ্বব্যাঙ্কের প্রতিনিধিদল ঘুরে দেখলেন খণ্ডঘোষের কৈয়ড় গ্রাম পঞ্চায়েত

খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- সামাজিক পরিবেশকে অক্ষুণ্ণ রেখেই কিভাবে গ্রাম পঞ্চায়েতগুলি উন্নয়নের কাজ করছেন এবং একেবারে প্রান্তিক মানুষের কাছে কিভাবে তার সুফল পৌঁছাচ্ছে – গোটা বিষয়টি খতিয়ে দেখে গেলেন বিশ্বব্যাঙ্কের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন ওয়াশিংটন ডিসি থেকে আসা জিডি মরগ্যান, জেমস ক্রিশ্চিয়ান, ভানিটা কাম্মু সহ রাজ্যের প্রতিনিধি সৌরভ কুমার চন্দ্র এবং স্বপ্ননীল দে প্রমুখরা। মঙ্গলবার বিশ্বব্যাঙ্কের এই প্রতিনিধিদলটি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের কৈয়ড় গ্রাম পঞ্চায়েতে যান। সেখানে আগামী আর্থিক বছরে কি কি পরিকল্পনা গড়া হয়েছে, কিভাবে সামাজিক পরিবেশ গড়ে তোলা হচ্ছে, অনুন্নত সম্প্রদায়ের কাছে কিভাবে সুফল পৌঁছাচ্ছে এবং আদপেই তা পৌঁছাচ্ছে কিনা সব বিষয়টিই তাঁরা খতিয়ে দেখেন। পঞ্চায়েতের সমস্ত সদস্যদের সঙ্গেও তাঁরা কথা বলেন। জিডি মরগ্যান জানিয়েছেন, তাঁরা গোটা বিষয়টি দেখে গেলেন। কারণ বিশ্বব্যাঙ্ক বিভিন্ন প্রকল্পখাতে অর্থ বরাদ্দ করে থাকেন। অনেক সময়ই কয়েকটি দফায় এই অর্থ বরাদ্দ করা হয়ে থাকে। যে সমস্ত প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হয় সেগুলির হালহকিকত এদিন তারা খতিয়ে দেখলেন। গ্রাম পঞ্চায়েত অফিসে বৈঠক করার পর তাঁরা কয়েকটি জায়গাও ঘুরে দেখেন।

Exit mobile version