মেমারী (পূর্ব বর্ধমান) :- অবশেষে বর্ধমানের মেমারী কলেজের পরিচালন সমিতি ভেঙে দেবার নির্দেশ দিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একইসঙ্গে কলেজের প্রশাসক হিসাবে দায়িত্ব দেওয়া হল বর্ধমান দক্ষিণ মহকুমা শাসক অনির্বাণ কোলেকে। উল্লেখ্য, মেমারী কলেজের তৃতীয় শ্রেণীর কর্মী মুকেশ শর্মার সঙ্গে নানাভাবে বিরোধ বাধে কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকদের। ওই তৃতীয় শ্রেণীর কর্মীর হাতে লাগাতার অধ্যাপকদের অপমানিত ও লাঞ্ছিত হবার অভিযোগ ওঠে। এই অভিযোগের জল গড়ায় রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর কাছেও। উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে কলেজে সুষ্ঠ পঠন পাঠন ও তাঁদের নিরাপত্তার দাবী জানান অধ্যাপকরা। এরপরই সোমবার কলেজের পরিচালন সমিতি ভেঙে দেবার নির্দেশ দেন উচ্চশিক্ষা দপ্তর। এদিনই কলেজের অধ্যক্ষের কাছে এই নির্দেশিকাও এসে পৌঁছায়। এই সিদ্ধান্ত খুশী অধ্যাপকমহল। কলেজ অধ্যক্ষ দেবাশীষ চক্রবর্তী জানিয়েছেন, নতুন প্রশাসক এসে যেরকম নির্দেশ দেবেন তাঁরা তেমনই চলবেন।