বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মঙ্গলবার রাতে বর্ধমান শহরের লস্করদিঘি এলাকায় একটি গোডাউনে হানা দিয়ে প্রচুর পরিমাণ নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেছে জেলা দুর্নীতিদমন শাখা। অবৈধভাবে বাজি বিক্রির অভিযোগে হায়দার খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। লস্করদিঘিতেই তার বাড়ি। দুর্নীতিদমন শাখা জানিয়েছে, শহরের তেঁতুলতলা বাজারে নিষিদ্ধ বাজি বিক্রি হচ্ছিল। খবর পেয়ে সেখানে হানা দেওয়া হয়। হায়দারের দোকান থেকে কিছু বাজি উদ্ধার হয়। পরে তার গোডাউন থেকেও বাজি মেলে। ধৃতের কাছ থেকে ১২ প্যাকেট কালিপটকা, ১৭০টি গাছ বোমা, ৬ প্যাকেট ফায়ার শট, ১২ প্যাকেট চকলেট বোমা ও ৬ প্যাকেট শেল বোমা উদ্ধার হয়েছে। বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতের জামিন মঞ্জুর করেন সিজেএম রতন কুমার গুপ্তা।