বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিভিন্ন সময়ে খোয়া যাওয়া ১৩৭ টি মোবাইল ফোন ফিরিয়ে দিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। প্রযুক্তি ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে অভিযোগের তদন্তে নেমে জেলার বিভিন্ন থানা যে সকল হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল উদ্ধার করেছে সেই সমস্ত মোবাইল “প্রত্যর্পণ” কর্মসূচির মাধ্যমে প্রকৃত মালিকদের হাতে শুক্রবার তুলে দিল পূর্ব বর্ধমান জেলাপুলিশ। জেলা পুলিশ সুপার আমনদীপ জানান, ১৩৭ জনকে শুক্রবার মোবাইল ফোন তুলে দেওয়া হয়েছে। এর বাইরেও বিগত কয়েক মাস ধরে প্রায় ৫০০-র বেশী হারিয়ে যাওয়া মোবাইল ফোন জেলার বিভিন্ন থানা থেকে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমনদীপ জানান, এক্ষেত্রে তাঁদের একটিই অনুরোধ হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনারা অভিযোগ লিপিবদ্ধ করেন তো সেই মোবাইল ফোন দ্রুততার সাথে ফিরে পেতে সুবিধা হয়। এদিন বর্ধমান পুলিশ লাইনে আয়োজিত এই কর্মসূচিতে জেলা পুলিশ সুপার আমনদীপ ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী, ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষাল, ডিএসপি ডিআইবি বীরেন্দ্র কুমার পাঠক, এসডিপিও অভিষেক মন্ডল সহ অন্যান্যরা।