বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ফের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিতর্ক। অন্তর্বর্তীকালীন উপাচার্য ইসি মিটিং ডাকেন কী করে -এই প্রশ্ন তুলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইসি মিটিং-এ বাধা দিল টিএমসিপি, ওয়েবকুপা ও তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠন। বৃহস্পতিবার তাঁদের বাধায় কার্যত ইসি মিটিং (এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক) ভেস্তে গেলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। নির্ধারিত সূচী অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে ইসি মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে। মিটিং শুরুর আগে থেকেই গাড়ি বারান্দায় বসে পরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের ছাত্র পরিষদ, ওয়েপকুপা ও কর্মচারী সংগঠনের সদস্যরা। রেজিস্ট্রার নিজের অফিসে যেতে গেলে তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। দীর্ঘক্ষণ বিক্ষোভের মুখে পরে বিশ্ববিদ্যালয় থেকে চলে যান রেজিস্ট্রার। কিছুক্ষণ পর উপাচার্য এলেও তিনিও বাধা পেয়ে চলে যেতে বাধ্য হন। উপাচার্য গৌতম চন্দ্র জানান, যদি তাই হয় তাহলে ছাত্র-ছাত্রী থেকে কর্মচারী এমনকি অধ্যাপকরাও তাঁদের সমস্যা নিয়ে আসেন কেন? কেন অভিযোগ করেন রেজাল্ট সময় মতো পাচ্ছি না! প্রমোশন আটকে আছে, বেতন বৃদ্ধি করতে হবে ইত্যাদি ইত্যাদি। আজ যা হল এরপর থেকে আর এই ধরনের কোনো অভিযোগ আমিও শুনবো না। অন্যদিকে, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জানান হয়েছে, রাজ্য সরকারের অনুমোদন ছাড়া বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে ইসি মিটিং ডাকা হয়েছিল, সাধারণ ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে তা দ্বিতীয়বারও স্থগিত করে দিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ। পড়ুয়াদের স্বার্থে বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ লড়াই চালিয়ে যাবে।