বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সোমবার একটানা কয়েকঘণ্টার আকাশভাঙা বৃষ্টির জেরে গোটা বর্ধমান শহর কার্যত জলে ভাসল। জলমগ্ন হয়ে পড়ে বর্ধমান শহরের একাধিক এলাকা। নিকাশি ব্যবস্থা ঠিক না থাকার কারণেই এলাকার জলমগ্ন হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন শহরবাসীরা। সোমবার রাতের টানা তিন ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বর্ধমান পুর এলাকার ৩৫টি ওয়ার্ডের অধিকাংশই। বর্ধমানের সুভাষপল্লী, শুলিপুকুর মাঠপাড়া, লক্ষীপুরমাঠ, বিসি রোড, জিটি রোড, খোসবাগান, শ্যামলাল, নীলপুর-সহ একাধিক এলাকার অধিকাংশ রাস্তাই জলের নীচে চলে যায়। বেশ কিছু বাড়িতেও হাঁটু সমান জল ঢুকেছে। নার্স কোয়ার্টার মোড়ে বর্ধমান মেডিকেলে যাওয়ার অন্যতম রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় চরম সমস্যায় পড়েন পথচলতি মানুষ সহ স্কুল পড়ুয়ারা। বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর এলাকার মাঠপাড়া এলাকায় সেচ ক্যানালের জল উপচে ও বৃষ্টির জলে প্লাবিত হয়ে যায় পুরো এলাকা। মাঠপাড়া এলাকার বেশিরভাগ বাড়িতেই জল ঢুকেছে। রাস্তাঘাট জলে থৈ থৈ অবস্থা। এলাকায় থাকা বেশিরভাগ মানুষকে উদ্ধার করে রাতেই স্কুল ও ক্লাবে নিয়ে যাওয়া হয়।