মেমারী (পূর্ব বর্ধমান) :- শুক্রবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রচারে এসে সন্দেশখালিতে এনএসজি অপারেশন সম্পর্কে বলতে গিয়ে গোটা রাজ্যেই এই ধরনের তল্লাশি করতে হবে বলে মন্তব্য করলেন মিঠুন চক্রবর্তী। এদিন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারীর সাতগেছিয়া বাজারে রোড শো করেন মিঠুন। পরে বর্ধমান ২ ব্লকের পালসিট গ্রামে একটি সভাতেও অংশ নেন। মিঠুন বলেন, এটা কী কোনও নতুন ব্যাপার? পাওয়া যাবে তো ওখানে। যত ধরনের নোংরা কাজ তো ওখান থেকেই আর কী বলব। রোবট দিয়ে তল্লাশি করতেই হবে এখন, আর কোনও উপায় নেই। পশ্চিমবঙ্গের সব জায়গায় এইভাবে তল্লাশি করা উচিত। এব্যাপারে দিলীপ ঘোষ এদিন বলেন, আমি বলেছিলাম সাজাহান সিপিআই(এম)-এর আমলে পিস্তল নিয়ে ঘুরতো এখন একে ৪৭ নিয়ে ঘোরে। এখনও অস্ত্রশস্ত্র বোম-বন্দুক আছে। একজন লুকিয়ে আছে ওকে ঠেঙালে সব বের হবে। আগে অস্ত্র উদ্ধার করতে হবে না হলে ভোটে অনেক জীবন হানি হবে। অনেক কিছু আছে আমরা জানি। কিন্তু তৃণমূল কংগ্রেস এখনও সেগুলো বাঁচাবার চেষ্টা করছে। কিন্তু নির্বাচন কমিশন, সিবিআই, ইডি যারা তদন্ত করছে তাঁদের দায়িত্ব এসমস্ত উদ্ধার করা। তানাহলে আবার আর একটা সাজাহান তৈরি হবে। আবার জীবনহানি হবে। যা করার সব করা উচিত, ওটা উপদ্রুত এলাকা। যুদ্ধকালীন পরিস্থিতিতে যা করা হয় তাই করা উচিত। সন্দেশখালি মাটি সব খুঁড়ে দেওয়া উচিত। শাহাজাহান যত জমি, যত ভেরি দখল করেছে সব জায়গায় অস্ত্র রাখা হয়েছে। সব উদ্ধার করতে হবে।