E Purba Bardhaman

অত্যাচার সহ্য না করতে পেরে নেশাগ্রস্ত ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

The father was accused of beating his intoxicated son to death.

মন্তেশ্বর (পূর্ব বর্ধমান) :- অত্যাচার সহ্য না করতে পেরে নেশাগ্রস্ত ছেলেকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর থানার অন্তর্গত ভাগরা মূলগ্রাম পঞ্চায়েতের মূলগ্রাম এলাকায়। অভিযুক্ত নূরনবী শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতকে শনিবার কালনা আদালতে তোলা হয়। স্থানীয় সূত্রে জানাগেছে, নূরনবী শেখের ছেলে নূর ইসলাম শেখ বেশ কিছুদিন যাবৎ নেশাগ্রস্ত হয়ে বাড়িতে এসে মা-বাবার উপর অত্যাচার চালাতো। অত্যাচার শুক্রবার রাতে চরম সীমায় পৌঁছায়। অভিযোগ, তখনই বচসার জেরে ছেলেকে নোড়া ও হাতুড়ি দিয়ে মাথা এবং শরীরের একাধিক জায়গায় আঘাত করে হত্যা করে বাবা। যদিও অভিযুক্ত নূরনবী পুলিশের গাড়িতে চেপে যাওয়ার সময় জানিয়েছে, লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন। শনিবার সকালে বাড়ি থেকে ছেলের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ ময়না তদন্তের জন্য পুলিশ বর্ধমান মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। কালনা মহকুমা আদালতের বিচারক ধৃত নূরনবী শেখকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Exit mobile version