বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আগামী ৯ ও ১০ আগস্ট বর্ধমানের বর্ধমানেশ্বর শিবের (মোটা শিব) মাথায় জল ঢালা নিয়ে আপামর মানুষকে সংযত ও নিয়ম মানার আবেদন জানালেন শ্রী শ্রী বাবা বর্ধমানেশ্বর উৎসব কমিটি। বুধবার সাংবাদিক বৈঠকে এই কমিটির সম্পাদক শিবদাস মণ্ডল জানিয়েছেন, এবারে ৫৩ তম আবির্ভাব দিবসকে মাথায় রেখে তাঁরা সকলকে সংযত আচরণ করার আবেদন রাখছেন। তাঁদের আশা এবারে লক্ষাধিক ভক্ত আসবেন। ডিজে না বাজানো, গাড়ির মাথায় উঠে নাচানাচি না করা, ত্রিশূল ও পতাকা নিয়ে নাচানাচি না করা সহ ট্রাফিক নিয়ম মানার আবেদন জানাচ্ছেন। এব্যাপারে বুধবার থেকেই একটি ট্যাবলোর মাধ্যমে জনসাধারণের কাছে এই আবেদন জানানো হয়েছে। কাটোয়া থেকে বর্ধমান পর্যন্ত সমস্ত থানাকে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার আবেদন জানিয়েছেন তাঁরা। শিবদাসবাবু জানিয়েছেন, বর্ধমানেশ্বর এই শিবের ওজন প্রায় ১৩ টন। উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি এবং গৌরীপট্টসহ পরিধি প্রায় ১৮ ফুট। গোটা শিবলিঙ্গটি কষ্টি পাথরের তৈরি। বর্ধমানের আলমগঞ্জে চারুচন্দ্র দে-দের পতিত জমি খোঁড়ার সময় এই মূর্তি উদ্ধার হয়। তিনি জানিয়েছেন, গত কয়েকবছর ধরেই এই দুদিন শিবলিঙ্গে জল ঢালতে ভক্তরা কাটোয়া থেকে গঙ্গার জল বয়ে নিয়ে আসেন। গত কয়েকবছর ধরে এই উপলক্ষ্যে এই শিবলিঙ্গে প্রথম জল ঢালেন বর্ধমানের দুবরাজপুরের বাসিন্দা ফরচুন আলি। শিবদাসবাবু জানিয়েছেন, ফরচুন আলি বর্ধমান থেকে পায়ে হেঁটে কাটোয়া থেকে গঙ্গার জল তুলে কোথাও না থেমে সরাসরি এসে শিবলিঙ্গে জল ঢালেন। তিনি জানিয়েছেন, এটা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজীর। তিনি জানিয়েছেন, এই উপলক্ষ্যে ৯ থেকে ১৩ আগস্ট ৫দিন ধরে আলমগঞ্জের এই শিবমন্দির এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অন্যান্যদের মধ্যে এদিন সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন উৎসব কমিটির সদস্য রাজেশ সাউ, শান্তনু দে, দিলীপ ঘোষ প্রমুখরাও।