বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার বর্ধমানের মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা কলেজে আয়োজিত পঞ্চম এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে ২১ টি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এর মধ্যে ১২ টি ছবি প্রতিযোগিতায় অংশ নেয়। বাকি ৯ টি ছবি শুধুমাত্র প্রদর্শন করা হয়। ফিকশন, নন-ফিকশন ও তথ্যচিত্র দেখতে এদিন বহু দর্শক হাজির হয়েছিলেন। এক দিনের এই উৎসব আয়োজনে সহযোগিতায় ছিল মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা কলেজের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এবং গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগ। কলেজের এপিজে আব্দুল কালাম অডিটরিয়ামে আয়োজিত এই ফিল্ম ফেস্টিভ্যালে দর্শকদের পাশাপাশি উপস্থিত ছিলেন ছবির পরিচালক, কলাকুশলী, প্রযোজকরাও। ফেস্টিভ্যালের শেষ পর্বে সিনেমার নির্মাতাদের সম্মাননা জানানো হয়। বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সম্পাদক বাপ্পাদিত্য দাঁ জানিয়েছেন, শর্ট ফিল্ম ফেস্টিভালে আমরা বরাবর ভালো সাড়া পেয়ে আসছি। তরুণ পরিচালকরা যেভাবে ছবি তৈরি করতে এগিয়ে আসছেন তা খুবই আনন্দের।
বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা কলেজের গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ঋষিগোপাল মণ্ডল জানিয়েছেন, মাস কমিউনিকেশন সাবজেক্টে ফিল্ম প্রোডাকশন, ডকুমেন্টারি তৈরি সিলেবাসের অন্তর্ভুক্ত। কুশলী পরিচালকদের ফিল্ম তো আছেই , পাশাপাশি কলেজ ছাত্রীদের তৈরি কিছু সিনেমাও প্রশংসার দাবি রাখে। বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের এই উদ্যোগ নবীন ফিল্ম নির্মাতাদের উৎসাহিত করবে। এমন উদ্যোগ আরও হওয়া দরকার বলে জানান ঋষিগোপালবাবু।
ফেস্টিভ্যালের প্রতিযোগিতা পর্বের বিচারক ছিলেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকসের ইন্ডিয়া চ্যাপ্টারের সম্পাদক প্রেমেন্দ্র মজুমদার, পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজের অধ্যাপক মানস ঘোষ।
ফেস্টিভালে উপস্থিত ছিলেন মহিলা কলেজের টিচার ইনচার্জ মল্লিকা সেনগুপ্ত, প্রাক্তন অধ্যক্ষ সুকৃতি ঘোষাল, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন আধিকারিক ষোড়শী মোহন দাঁ, নাট্যকার দেবেশ ঠাকুর প্রমুখ। সেরা ফিকশন সিনেমা অরিজিৎ দের ‘মায়াভূমি’ এবং সেরা তথ্যচিত্র দ্যুতিমান ভট্টাচার্যের ‘Let There Be Darkness’-কে বিশেষ পুরস্কার দেওয়া হয়।