E Purba Bardhaman

৭ এপ্রিল বর্ধমানে প্রথম ‘ফেস অব ওয়েস্ট বেঙ্গল’ প্রতিযোগিতা

The first 'Face of West Bengal' competition will be held in Burdwan on April 7

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আগামী ৭ এপ্রিল বর্ধমান শহরে প্রথম অনুষ্ঠিত হতে চলেছে ‘ফেস অব ওয়েস্ট বেঙ্গল’। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৮জন এই গ্র্যান্ড ফাইনালে অংশ নেবেন বলে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন আয়োজক ক্লিওপেট্রার কর্ণধার সুহিরা ব্যানার্জ্জী। তিনি জানিয়েছেন, গত প্রায় ২৫ বছর ধরে তিনি বিউটি পার্লার চালাচ্ছেন। তা থেকেই তিনি এই ধরনের একটি অনুষ্ঠান করার প্রয়োজনীয়তা অনুভব করছিলেন। মহিলারা সব পারেন – এটাকে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রতিযোগিতায় মহিলাদের রূপই নয়, তাঁদের সুপ্ত প্রতিভা, চিন্তাভাবনাকে তুলে ধরাই তাঁদের লক্ষ্য। মহিলারা কেবলই চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকবে না, তাঁদের মধ্যেও যে সুদূরপ্রসারী চিন্তা ভাবনা রয়েছে তাকে বিকশিত করার লক্ষ্য নিয়েই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সুহিরাদেবী জানিয়েছেন, ৭ এপ্রিল এই চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় উপস্থিত থাকবেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র-সহ কয়েকজন অভিনেতাও। বিচারক হিসাবে তাঁরা উপস্থিত থাকবেন।

Exit mobile version