E Purba Bardhaman

মানব অধিকার ভূলুণ্ঠিত, বাঁচাতে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক

The fourth state conference of CPDRS will be held in Cooch Behar on December 23

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গোটা ভারত জুড়েই এক অদ্ভুত আঁধার নেমে এসেছে। মানব অধিকার বলে আর কিছুই থাকছে না। সরকারগুলো মানুষের মৌলিক অধিকারকে ভূলুণ্ঠিত করছে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। আর এজন্যই সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে মানবাধিকারের জন্য তাঁরা লড়াইয়ে নেমেছেন। আগামী ২৩ ডিসেম্বর কোচবিহারে এই বিষয়কে সামনে রেখেই অনুষ্ঠিত হচ্ছে সিপিডিআরএস-এর চতুর্থ রাজ্য সম্মেলন। রবিবার বর্ধমানে এই সম্মেলনকে সামনে রেখেই এই সংগঠনের পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সেই সভায় এসে একথা বলেন সংগঠনের সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ। এদিন এই আলোচনা সভায় বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আইনজীবী অসিত ঘোষ, কুণাল বক্সী, কাজী মুফাশ্বর হোসেন, শিক্ষক তুষারকান্তি দে, ঝর্ণা কুণ্ডু প্রমুখরা। এদিন গৌরাঙ্গবাবু জানান, গোটা দেশ জুড়েই কেন্দ্র থেকে রাজ্য সরকার মানবাধিকার লঙ্ঘন করছে। নামেই মানবাধিকার কমিশন গঠন করা হয়েছে। সেগুলি রাজনীতির লেজুড়বৃত্তি ছাড়া কোনো কাজ করে না। আর তাই মানুষের এই অধিকার রক্ষার জন্য তাঁরা দেশ জুড়ে লড়াই শুরু করেছেন।


Exit mobile version