E Purba Bardhaman

বর্ধমান রেল ষ্টেশনে দুর্ঘটনায় আহতদের দেখতে বর্ধমান হাসপাতালে এলেন রাজ্যপাল, গেলেন দুর্ঘটনাস্থলেও

The West Bengal Governor Dr. C.V. Ananda Bose came to Burdwan hospital to see the injured in the accident at Burdwan railway station, he also went to the accident site

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান স্টেশনের জলের ট্যাংক দুর্ঘটনায় আহতদের দেখতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন তিনি সন্ধ্যা ৭টা নাগাদ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। তিনি আহতদের সঙ্গে কথা বলেন। তাঁদের কি কি অসুবিধা রয়েছে, কি সাহায্য চাইছেন সমস্ত বিষয় নিয়েই তিনি কথা বলেছেন বলে এদিন সাংবাদিকদের জানিয়েছেন রাজ্যপাল। সাংবাদিকদের রাজ্যপাল জানিয়েছেন, একটা দুর্ঘটনা ঘটেছে। কি কারণে ঘটেছে তার তদন্ত চলছে। তিনি নিজেও গোটা বিষয়টি নজরে রেখেছেন। রেল দপ্তরের গাফিলতির অভিযোগ সম্পর্কে তিনি জানিয়েছেন, তদন্ত চলছে। রাজ্যপাল জানিয়েছেন, এদিন তিনি আহতদের জানিয়েছেন, তাঁদের চিকিৎসার সবরকমের সহযোগিতা করা হবে। এদিন হাসপাতালে ভর্তি থাকা একটি শিশুর পড়াশোনার ক্ষতির কথা তার মায়ের কাছ থেকে শুনে রাজ্যপাল প্রতি মাসে রাজভবন থেকে ওই শিশুর শিক্ষার জন্য ৫ হাজার টাকা করে ১ বছর দেবার কথা ঘোষণা করেন। এরই পাশাপাশি আহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে এদিন তিনি হাসপাতালের চিকিৎসক এবং আধিকারিকদের সঙ্গেও কথা বলেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের পর রাজ্যপাল চলে যান দুর্ঘটনাস্থলে। দুর্ঘটনাস্থল তিনি পরিদর্শন করেন। তিনি জানিয়েছেন, বিশেষ করে আহতদের সবরকমের সহযোগিতার জন্য রাজভবন প্রস্তুত রয়েছে।

Exit mobile version