E Purba Bardhaman

কিষাণ মাণ্ডিতে চালু হল গ্রামীণ হাট

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মঙ্গলবার থেকে বর্ধমান ১নং ব্লকের রায়ান ১নং গ্রাম পঞ্চায়েতের অধীন জেলা কৃষিখামারে অবস্থিত কৃষক বাজারে চালু হল গ্রামীণ হাট। যদিও এদিন প্রশাসনের কাছে এই হাট চালুর বিষয়ে কোনো খবরই ছিল না বলে জানা গেছে। বর্ধমান ১নং ব্লকের বিডিও থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি তাঁরা এব‌্যাপারে কিছুই জানেন না বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। কৃষকবাজারে নিউ মার্কেটের সভাপতি অশোক ঘোষ জানিয়েছেন, এদিন প্রায় ৬৫জন ব্যবসায়ী হাটে অংশ নিয়েছেন। গ্রামীণ হাটের চরিত্র বজায় রেখেই কাঁচা সবজি থেকে সমস্ত ধরণের জিনিসই এই হাট থেকে পাওয়া যাবে। আপাতত প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার দুপুর ২টো থেকে এই হাট বসবে। জনগণের চাহিদা অনুসারে এই হাটের দিনও বাড়ানো হবে বলে তাঁরা জানিয়েছেন। বর্ধমান ১নং পঞ্চায়েত সমিতির কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ অনুপ কুমার মণ্ডল জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এলাকার মানুষের সুবিধার্থে এই হাট চালু করা হয়েছে। এরফলে এলাকার আর্থ সামাজিক অবস্থার বিরাট পরিবর্তন হবে বলে তাঁরা মনে করছেন। অন্যদিকে, এদিন এই হাট পরিদর্শন করতে আসেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক। তিনি জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত কিষাণ মাণ্ডিগুলিকে পুরোদমে চালুর নির্দেশ দিয়েছেন। বর্ধমান ১নং ব্লকের এই কৃষক বাজারকেও চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল জেলা প্রশাসনের তরফে। কিন্তু নানা কারণেই তা বাধাপ্রাপ্ত হয়। অবশেষে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে কৃষক বাজারে অস্থায়ী দোকান চালুর পাশাপাশি এই হাট চালু হওয়ায় গোটা এলাকার মানুষ উপকৃত হবেন। ছোট ছোট কৃষকরা তাঁদের উত্পাদিত ফসলকে সরাসরি বিক্রেতার হাতে তুলে দিতে পারবেন। উপকৃত হবেন দুপক্ষই।

Exit mobile version