E Purba Bardhaman

পূর্বস্থলীতে উদ্ধার দুই ভাইয়ের ঝুলন্ত দেহ

The hanging bodies of two brothers were recovered in Purbasthali

পূর্বস্থলী (পূর্ব বর্ধমান) :- দুই ভাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্বস্থলীর হালদার পাড়ায়। মৃতদের নাম বিভাস ঘোষ ও প্রভাস ঘোষ। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সর্ষের জমিতে চাষের কাজে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয় পূর্বস্থলী ২ ব্লকের পাটুলির হালদারপাড়ার বাসিন্দা ওই দুই ভাই। তারপর নির্দিষ্ট সময়ে তাঁরা বাড়ি ফেরেন নি। নিখোঁজ থাকার পর ওই দিন রাতেই বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে বিভাস ঘোষের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার কিছুটা দূরেই প্রভাস ঘোষের মৃতদেহও উদ্ধার হয়। কী কারণে তাঁদের এইরকমভাবে মৃতদেহ উদ্ধার হল সে বিষয়ে সন্দিহান পরিবার। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনা জেরে এলাকায় নেমেছে শোকের ছায়া। শুক্রবার কালনা মহকুমা পুলিশাধিকারিক রাকেশ কুমার চৌধুরি জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য দেহ দুটো পাঠানো হয়েছে। দুটো অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা আত্মহত্যার ঘটনা। তবে তদন্তের পরেই প্রকৃত কারণ জানা যাবে।

Exit mobile version