Site icon E Purba Bardhaman

পূর্ব বর্ধমানের জেলাশাসককে সিভিল জেলে পোরার নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- হাইকোর্টে স্বস্তি মিলল পূর্ব বর্ধমানের জেলাশাসকের। তাঁকে এক মাসের জন্য সিভিল জেলে পাঠানোর নির্দেশ দেন বর্ধমানের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শেখ মহম্মদ রেজা। সোমবার তাঁকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেন বিচারক। তাকে জেলে রাখার জন্য অস্তিত্ব ভাতা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারক। সেই টাকাও ট্রেজারিতে চালানের মাধ্যমে বৃহস্পতিবার জমা পড়ে। জেলা শাসককে জেলে পাঠানোর নির্দেশে প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়ায়। সংবাদ মাধ্যমে বিষয়টি প্রকাশিত হতে জেলা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। চায়ের দোকান থেকে সর্বত্র এনিয়ে চর্চা শুরু হয়। তবে, আপাতত জেলা শাসককে জেলে পাঠানোর নির্দেশ কার্যকর হচ্ছেনা। নির্দেশের উপর শুক্রবার স্থগিতাদেশ জারি করেছেন হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।
প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের নির্দেশকে চ্যালেঞ্জ করে এদিনই হাইকোর্টে আবেদন করে বর্ধমান উন্নয়ন সংস্থা। সংস্থার হয়ে প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র, সিনিয়র আইনজীবী সপ্তাংশু বসু সওয়াল করেন। রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং আইনজীবী হিরন্ময় ভট্টাচার্য সওয়াল করেন। জমির মালিকদের হয়ে আইনজীবী গোপাল চন্দ্র ঘোষ বলেন, আবেদনকারী এর আগেও হাইকোর্টে জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ করেছে। প্রাথমিকভাবে আদালত শর্তাধীন স্থগিতাদেশ জারি করে। পরবর্তীকালে শর্ত পূরণ না করায় আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়। শেষ পর্যন্ত আবেদনকারী গরহাজির থাকায় আবেদনটি খারিজ হয়ে যায়। আবেদনকারী সরাসরি যে রায় অর্জন করতে পারেনি, ঘুরপথে এই আবেদনের মাধ্যমে তা অর্জনের চেষ্টা করছে। অন্যদিকে, উন্নয়ন সংস্থা ও সরকারের তরফে আইনজীবীরা নির্দেশের উপর স্থগিতাদেশ চান। তারা বলেন, ক্ষতিপূরণের নির্ধারিত টাকার চেয়ে বেশি টাকা সুরক্ষিত রয়েছে। এ বছরের ৫ মে একটি রায়ের প্রত্যয়িত কপি তুলে ধরে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। নির্দেশের উপর স্থগিতাদেশ দিলে কোনও ক্ষতি হবেনা বলে জানান উন্নয়ন সংস্থা ও সরকারের তরফের আইনজীবীরা। সওয়াল শুনে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে চলা মামলাটির উপর স্থগিতাদেশ জারি করেন বিচারপতি ভট্টাচার্য। রিভিউ পিটিশনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলাটি স্থগিত থাকবে। ২২ নভেম্বর এ সংক্রান্ত অন্য মামলাগুলির সঙ্গে এই আবেদনটিও শুনানি হবে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি। জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন, হাইকোর্ট জেলা আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে। এ ধরণের আরও কয়েকটি মামলায় স্থগিতাদেশ রয়েছে। সেগুলির সঙ্গে এই আবেদনটিরও শুনানি হবে।

আদালতে মিথ্যা হলফনামা দেওয়ায় পূর্ব বর্ধমানের সহকারী ভূমি অধিগ্রহণ আধিকারিকের বিরুদ্ধে মামলা রুজুর নির্দেশ
জমির ক্ষতিপূরণ বাবদ টাকা না মেটানোয় পূর্ব বর্ধমানের জেলাশাসককে জেলে পোরার নির্দেশ
মিথ্যা হলফনামা দেওয়ায় পূর্ব বর্ধমানের সহকারী ভূমি অধিগ্রহণ আধিকারিকের বিরুদ্ধে মামলা রুজু
Exit mobile version