E Purba Bardhaman

জামালপুরে গরু চোর সন্দহে গনপিটুনিতে মৃত দু’জনের পরিচয় জানা গেল

2 people died in mob thrashed on suspicion of cow theft

জামালপুর (পূর্ব বর্ধমান) :- গরু চোর সন্দেহে জামালপুর থানার তুরুক ময়না গ্রামে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় মৃতদের পরিচয় জানা গেল। পুলিশ সুত্রে জানা গেছে, মৃতরা হলেন দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরের আক্রম গাজি (২৫) ও আজাদ শেখ (২৬)। রবিবার সংবাদ মাধ্যমে মৃতদের ছবি দেখে পরিবারের লোকজন জামালপুর থানায় আসেন। যদিও এই ঘটনা সম্পর্কে কিংবা মৃতদের এই কাজকর্ম সম্পর্কে কিছুই জানতেন না বলে তাঁরা দাবী করেছেন। দেহ সনাক্ত হওয়ায় সোমবার বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে পরিবার দেহ নিয়ে যাবে। উল্লেখ্য, শুক্রবার রাতে তুরুক ময়না গ্রামে ৫ জনের একটি দল একটি ছোট হাতির গাড়ি নিয়ে আসে। অভিযোগ, তারা একটি গোয়াল থেকে গরু মোষ বার করার সময় গ্রামবাসীরা জানতে পেরে তাদের তাড়া করে। তিনজন গাড়ি নিয়ে পালিয়ে গেলেও দুজন গ্রামবাসীদের তাড়ায় স্থানীয় একটি পুকুরে ঝাঁপ মেরে বাঁচার চেষ্টা করে। কিন্তু ক্ষীপ্ত গ্রামবাসীরা তাদের পুকুর থেকে তুলে গণপিটুনি দিলে মৃত্যু হয় দুজনের।  এদিকে, এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। শনিবার থেকেই পুলিশ ঘটনার তদন্তে নামে। কে বা কারা আইনকে নিজের হাতে তুলে নিয়েছিলেন তার খোঁজ খবর শুরু করেছে পুলিশ। একইসঙ্গে চলছে তল্লাশিও। ফলে গোটা এলাকায় রীতিমত নিস্তব্ধতা নেমে এসেছে। বাড়ির পুরুষেরা পুলিশের ঝামেলা এড়াতে সাবধানতার সঙ্গে বাড়ি থেকে বার হচ্ছেন। জানা গেছে, রবিবার যাঁর গোয়াল থেকে গরু মোষ চুরির ঘটনা ঘটে তাঁকে জামালপুর থানায় ডেকে পাঠিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জানাগেছে, পুলিশি ধড়-পাকড়ের ভয়ে ট্রাক্টরে করে এসে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির দ্বারস্থ গ্রামবাসীদের একাংশ।
মেমারি-জৌগ্রাম রোড থেকে প্রায় ৭০০ মিটার দূরে দক্ষিন ময়না গ্রাম। গ্রামবাসীদের অভিযোগ, গত কয়েক মাসে ওই গ্রামে ৭টি চুরির ঘটনা ঘটেছে, তাতে ১৫টি গবাদি পশু চুরি গিয়েছে। শুক্রবার গভীর রাতে অষ্টমবারের জন্যে চুরি করতে ঢুকেছিল পাঁচজনের একটি দল। বাসিন্দাদের চিৎকারে তিনজন গাড়িতে করে পালিয়ে গেলেও দু’জন জনরোষের শিকার হন।

Exit mobile version