E Purba Bardhaman

পূর্ব বর্ধমানে পালিত হল আন্তর্জাতিক আদিবাসী দিবস

The International Day of the World's Indigenous Peoples was celebrated in Purba Bardhaman

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গোটা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও পালিত হল আন্তর্জাতিক আদিবাসী দিবস। জেলাস্তরের মূল অনুষ্ঠানটি এদিন হয় বর্ধমান ২ ব্লকের রাইপুর কাশিয়াড়া স্পোর্টস কমপ্লেক্সের মাঠে। এদিন অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদেরা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, জেলাশাসক কে রাধিকা আইয়ার, মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, রাজ্য আদিবাসী জাহের থান কমিটির সদস্য দেবু টুডু, জেলা পরিষদের সদস্য মেহেবুব মণ্ডল, শান্তনু কোনার, বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির সভাপতি রাখী কোনার প্রমুখরা। এদিন দেবু টুডু বলেন, ভারতের বিভিন্ন রাজ্যে আদিবাসীদের ওপর এখনও অত্যাচার, নির্যাতন চললেও বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের জলজঙ্গলের অধিকার ফিরিয়ে দিয়েছেন। এমনকি আদিবাসীদের সারণা ধর্মকে স্বীকৃতি দিতে বিধানসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদিবাসীদের জন্য একাধিক পরিকল্পনাও নেওয়া হয়েছে। এদিন এই আদিবাসী দিবসের অনুষ্ঠানস্থলে আয়োজন করা হয় সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠান। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ আদিবাসীদের হাতে ধামসা, মাদোল তুলে দেন। বর্ধমান ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার জানিয়েছেন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী মানুষদের এদিন সরকারি বিভিন্ন সুযোগ প্রদান করা হয়েছে।

Exit mobile version