রায়না (পূর্ব বর্ধমান) :- বেহাল রাস্তা। তাই এবার খোদ খাদ্য প্রতিমন্ত্রী জোৎস্না মাণ্ডিকেই গাড়ি থেকে নেমে ই-রিকশাতে চেপে যেতে হল আত্মীয়ের বাড়িতে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটল শুক্রবার পূর্ব বর্ধমান জেলার রায়নার পলাশন পশ্চিম পাড়া এলাকায়। জানা গেছে, রায়না পশ্চিমপাড়া এলাকায় যেতে গেলে দুটি রাস্তা রয়েছে। দুটি রাস্তারই বেশ কিছু অংশের বেহালদশা দীর্ঘদিন ধরে। শুক্রবার সকালে রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জোৎস্না মাণ্ডি রায়না পশ্চিম পাড়ায় তাঁর মাসির বাড়িতে আসেন। কিন্তু রাস্তা খারাপ থাকায় বাড়ি ঢোকার প্রায় ২০০ মিটার আগে মন্ত্রীর গাড়ি দাঁড়িয়ে যায়। এরপর বাধ্য হয়েই মন্ত্রী জোৎস্না মাণ্ডিকে ই-রিকশায় চেপে পৌঁছাতে হয় আত্মীয়ের বাড়িতে। এব্যাপারে মন্ত্রী জোৎস্না মাণ্ডি জানিয়েছেন, কিছুটা রাস্তা বাকী আছে শুনলাম। এব্যাপারে জেলাপরিষদ ও পঞ্চায়েতে খোঁজ নিয়ে তিনি দেখবেন।