E Purba Bardhaman

বেহাল রাস্তা, আত্মীয়র বাড়ি পৌঁছাতে চারচাকা গাড়ি ছেড়ে মন্ত্রীর ভরসা তিন চাকার ই-রিকশা

The minister had to get down from his four-wheeler and reach his relative's house in a three-wheeler due to bad roads

রায়না (পূর্ব বর্ধমান) :- বেহাল রাস্তা। তাই এবার খোদ খাদ্য প্রতিমন্ত্রী জোৎস্না মাণ্ডিকেই গাড়ি থেকে নেমে ই-রিকশাতে চেপে যেতে হল আত্মীয়ের বাড়িতে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটল শুক্রবার পূর্ব বর্ধমান জেলার রায়নার পলাশন পশ্চিম পাড়া এলাকায়। জানা গেছে, রায়না পশ্চিমপাড়া এলাকায় যেতে গেলে দুটি রাস্তা রয়েছে। দুটি রাস্তারই বেশ কিছু অংশের বেহালদশা দীর্ঘদিন ধরে। শুক্রবার সকালে রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জোৎস্না মাণ্ডি রায়না পশ্চিম পাড়ায় তাঁর মাসির বাড়িতে আসেন। কিন্তু রাস্তা খারাপ থাকায় বাড়ি ঢোকার প্রায় ২০০ মিটার আগে মন্ত্রীর গাড়ি দাঁড়িয়ে যায়। এরপর বাধ্য হয়েই মন্ত্রী জোৎস্না মাণ্ডিকে ই-রিকশায় চেপে পৌঁছাতে হয় আত্মীয়ের বাড়িতে। এব্যাপারে মন্ত্রী জোৎস্না মাণ্ডি জানিয়েছেন, কিছুটা রাস্তা বাকী আছে শুনলাম। এব্যাপারে জেলাপরিষদ ও পঞ্চায়েতে খোঁজ নিয়ে তিনি দেখবেন। যদিও এদিন গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ, বৃষ্টি হলেই আরও বেহালদশা হয়ে যায় রাস্তার। অ্যাম্বুলেন্স বা চারচাকা গাড়ি ঢুকতে চায় না। গ্রামে কেউ অসুস্থ হলে খাটিয়া করে নিয়ে এসে চারচাকা গাড়িতে তুলতে হয়। নেতারা শুধু প্রতিশ্রুতি দেন। ভোট আসে, ভোট যায়। কিন্তু রাস্তা ঠিক হয় না। এব্যাপারে সিপিআই(এম) পরিচালিত পঞ্চায়েত প্রধান মনিকা কোনার জানিয়েছেন, আগে তৃণমূলের পঞ্চায়েত ছিল ওনারা করেননি। আর আড়াই বছর পঞ্চায়েতে কাজও হয়নি। আমরা এই ছয়মাস এসেছি। ইতোমধ্যেই দুটি রাস্তার টেন্ডার ও ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। বৃষ্টির জন্য কাজ শুরু করা যায়নি। রাস্তা শুকনো হলেই কাজ শুরু করা হবে।খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে আশা করি আর অসুবিধা হবে না।

Exit mobile version