গুসকরা (পূর্ব বর্ধমান) :- পুরসভার অফিসে যাওয়ার জন্য বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেলেন গুসকরা পুরসভার বিরোধী দলনেতা তথা সিপিএমের কাউন্সিলার মনোজ সাউ। তিনি গুসকরা পুরসভার ১৩ নং ওয়ার্ড-এর কাউন্সিলর। পরিবার সূত্রে জানাগেছে, শুক্রবার এগারোটা পনেরো নাগাদ মোটর বাইক নিয়ে বেরিয়ে যান তিনি। তার পর থেকে তাঁর আর কোন খোঁজ পাননি পরিবারের লোকজন। প্রতিবেশীরা অনেক খোঁজাখুজির পর জানা যায় তার মোটর বাইকটি গুসকরা স্টেশন সংলগ্ন একটি মোটর সাইকেল গ্যারেজে রাখা রয়েছে। বাইকটি উদ্ধার হলেও শনিবার বিকাল পর্যন্ত মনোজ সাউ-এর কোনো হদিস পাওয়া যায়নি। বাড়ি থেকে বেড়োনোর পর তার মোবাইল ফোনটিও বন্ধ অবস্থায় রয়েছে।