E Purba Bardhaman

নিখোঁজ সিপিএম কাউন্সিলর বাড়ি ফিরলেন

গুসকরা (পূর্ব বর্ধমান) :- প্রায় ৪৮ ঘন্টা নিখোঁজ থাকার পর নিজেই বাড়ি ফিরলেন গুসকরা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ সাউ। গত শুক্রবার এগারোটা পনেরো নাগাদ বাড়ি থেকে মোটর বাইক নিয়ে পুরসভার উদ্দেশ্যে তিনি রওনা দেন। তার পর থেকে তাঁর আর কোন খোঁজ পাননি পরিবারের লোকজন। প্রতিবেশীরা অনেক খোঁজাখুজির পর জানা যায় তার মোটর বাইকটি গুসকরা স্টেশন সংলগ্ন একটি মোটর সাইকেল গ্যারেজে রাখা রয়েছে। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে দেখা যায় সেটিও বন্ধ অবস্থায় রয়েছে। এতেই পরিবারের লোকজন আরও বিপদের আশঙ্কা করেন। বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগও করা হয়। পুরসভার বিরোধী দলনেতা তথা সিপিএম কাউন্সিলার মনোজ সাউকে দলবদলের জন্য চাপ দিয়ে কোথাও আটকে রাখা হয়েছে অথবা অন্য কোনও কারণে অপহরণ করা হয়েছে বলেও গুঞ্জন ছড়াতে শুরু করে। এসবের মধ্যেই রবিবার সুস্থ অবস্থায় মনোজ সাউ বাড়ি ফিরলেন। বাড়ি ফেরার পর তিনি নিজে এবিষয়ে কোনও মন্তব্য করতে না চাইলেও পরিবার সূত্রে জানাগেছে, শিলিগুড়িতে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন বলে মনোজবাবু জানিয়েছেন।

Exit mobile version