বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমানের মিষ্টি হাবের স্থান কি পরিবর্তন হতে চলেছে? শনিবার থেকে এই প্রশ্নই নতুন করে উঁকি দিল বর্ধমানের ব্যবসায়ী মহলে। এদিন থেকেই নতুন করে একেবারে শেষ চেষ্টা শুরু হল বর্ধমানের বিতর্কিত মিষ্টি হাব চালু করার জন্য। উদ্যোগী হলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী। শনিবার সকালে তিনি বর্ধমানের বামচাঁদাইপুরে ২নং জাতীয় সড়কের ধারে মিষ্টি হাব পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, স্থানীয় বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক প্রমুখরাও। প্রায় ২ বছরেরও বেশি সময় অতিক্রান্ত। এমনকি দফায় দফায় চেষ্টা করেও – কখনও চাপ দিয়ে কখনও বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও আজও চালু হয়নি মুখ্যমন্ত্রীর স্বপ্নের মিষ্টিহাব। অথচ ২০১৭ সালের ৭ এপ্রিল আসানসোল থেকে এই স্বপ্নের মিষ্টিহাবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। প্রায় ২৫টি দোকান নিয়ে প্রথম কয়েকদিন হৈ হৈ করে শুরু হলেও খদ্দেরের অভাবে বন্ধ হতে থাকে মিষ্টি হাবের বিভিন্ন স্টলের সাটার। নামমাত্র ভাবে একটি স্টল চালু থাকলেও খদ্দের না থাকায় তিনি নিয়ম করে খুললেও তাতে তাঁর লাভ কিছু হয়নি। বরং বিদ্যুতের বিল বাবদ টাকা দিতে গিয়েই তাঁর লোকসান হয়েছে বেশি। এদিকে, মিষ্টি হাব চালু না হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করে প্রশাসনের বিরুদ্ধেই। বিশেষ করে মিষ্টি হাবের জায়গা চিহ্নিত করা নিয়েই প্রশ্নে বিঁধতে থাকে জেলা প্রশাসন।